এ বারের ফরাসি ওপেনে দেখা যাবে আন্দ্রে আগাসিকে। টেলিভিশনে বিশ্লেষকের ভূমিকায় থাকবেন এই প্রাক্তন টেনিস তারকা।
টিএনটি স্পোর্টস চ্যানেলে ফরাসি ওপেনের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের বিশ্লেষণ করবেন ১৯৯৯ সালের রোলাঁ গারো চ্যাম্পিয়ন ও মোট আটটি গ্র্যান্ড স্ল্যামের মালিক। টিএনটি স্পোর্টস ও ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি এক বিবৃতিতে এই খবর জানিয়েছে।
২৫ মে থেকে এ বারের ফরাসি ওপেন শুরু হচ্ছে। আগাসির পর আমেরিকার আর কোনও খেলোয়াড় ফরাসি ওপেনের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হতে পারেননি। ২০১১ সালে তাঁকে ইন্টারন্যাশনাল টেনিস হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়।