বাঁদিকে অভিজিৎ বণিক। ডানদিকে, চিন্ময়, বিনয় এবং দিবস। — নিজস্ব চিত্র।
খোঁজ মিলল হিমাচলে পর্বতারোহণে যাওয়া বাংলার চার পর্বতারোহীর। বুধবার থেকে তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে জানা গিয়েছিল হিমাচল প্রদেশ প্রশাসন সূত্রে। রবিবার হিমাচলের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সূত্রে জানা গিয়েছে, নিরাপদে রয়েছেন ওই চার পর্বতারোহী।
কুলুর মাউন্ট আলি রত্নি টিব্বা শৃঙ্গ জয় করতে বেরিয়েছিলেন অভিজিৎ বণিক, চিন্ময় মণ্ডল, দিবস দাস এবং বিনয় দাস। মালানা গ্রাম থেকে শুরু হয়েছিল তাঁদের যাত্রা। বুধবারের আগেই তাঁরা পৌঁছে যান ‘অ্যাডভান্সড’ বেস ক্যাম্পে। সেখান থেকে তাঁরা রওনা দেন মূল শৃঙ্গের উদ্দেশে। কিন্তু সময় পেরিয়ে গেলেও ফেরেননি তাঁরা। এর পর তাঁদের জন্য অপেক্ষারত শেরপা বিষয়টি জানান স্থানীয় প্রশাসনকে। ওই পর্বতারোহীদের খোঁজে শুরু হয় উদ্ধারকারী দলের অভিযান। ওই দলে থাকা মনোজ নাথ নামে আর এক পর্বতারোহীকে নিয়ে কপ্টারে করে শুরু হয় উদ্ধারকারী অভিযান। হিমাচল প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ থাকা ওই চার পর্বতারোহীর খোঁজ মিলেছে। জানা গিয়েছে, তাঁরা নিরাপদে আছেন।
৫,৪৫৮ মিটার উঁচু মানালির ওই শৃঙ্গটি দুর্গম হিসাবে পরিচিত। কেন না টিব্বার শৃঙ্গের পথ বেশ পাথুরে এবং অত্যন্ত খাড়াই। চার পাশে হিমবাহ থাকায় তা ঝুঁকিপূর্ণও। হিমাচল প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পর্বতারোহীরা ওই অভিযানের কোনও রাস্তায় রয়েছেন। তাঁদের কাছে উদ্ধারকারীরা পৌঁছেছেন বলেও জানা গিয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy