Advertisement
২০ জানুয়ারি ২০২৫
Ganges

ভাঙন আতঙ্কে কাঁপছে বলাগড়ের গুপ্তিপাড়া, বালির বাঁধ গিলে গঙ্গা এগোচ্ছে পারের দিকে

ভাঙনের ভয়ে কাঁপছেন গুপ্তিপাড়া-১ গ্রাম পঞ্চায়েতের নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। সেখানকার সূর্যমন্দির থেকে চরকৃষ্ণবাটি গ্রাম পঞ্চায়েতের বেনালি চর— প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন।

Erosion starts at Guptipara of Hooghly due to river Ganges

গুপ্তিপাড়ায় আতঙ্ক গঙ্গা ভাঙন। — নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ মার্চ ২০২৩ ১৭:০১
Share: Save:

গঙ্গার ভাঙন এখন আতঙ্ক হয়ে উঠেছে হুগলির বলাগড়ে। ওই ব্লকের গুপ্তিপাড়ায় নদী ভাঙনে তলিয়ে যাচ্ছে গঙ্গার তীরবর্তী এলাকা। শুক্রবার থেকে ভাঙন শুরু হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখে ভাঙন রোধের আশ্বাস দিয়েছে হুগলি প্রশাসন।

ভাঙনের ভয়ে কাঁপছেন গুপ্তিপাড়া-১ পঞ্চায়েতের নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দাবি, সেখানকার সূর্যমন্দির থেকে চরকৃষ্ণবাটি গ্রাম পঞ্চায়েতের বেনালিচর— প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে গঙ্গার ভাঙন দেখা দিয়েছে। ওই পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ নাগ জানিয়েছেন, স্থানীয় ফেরিঘাটের পাশে ১২ হাজার বালির বস্তা দেওয়া ছিল যা, তলিয়ে গিয়েছে গঙ্গায়। তাঁর কথায়, ‘‘এই ভাঙন শুরু হয়েছে অতর্কিতে। ইতিমধ্যেই ৩টি ইটভাঁটার ২৫ থেকে ৩০ বিঘা জমি তলিয়ে গিয়েছে। এখন জেটি থেকে সামান্য দূরে রয়েছে ভাঙন। দ্রুত ব্যবস্থা না নিলে আরও জায়গা গঙ্গাগর্ভে তলিয়ে যাবে।’’

ভাঙন পরিস্থিতি নিয়ে হুগলির জেলাশাসক পি দীপাপপ্রিয়া বলেন, ‘‘ওই এলাকায় ধস নেমেছে। কাছাকাছি যাঁরা আছেন, তাঁদের দূরে সরে যেতে মাইক প্রচার করা হয়েছে। বিষয়টি সেচ দফতর দেখছে।’’ জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মালদহ, মুর্শিদাবাদে ভাঙন রোধে একটি বড় প্রকল্প নেওয়া হচ্ছে। সেই প্রকল্পের সঙ্গে যুক্ত করা হচ্ছে বলাগড়কেও।

অন্য বিষয়গুলি:

Ganges Bank Erosion River Erosion
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy