হাওড়ার আন্দুল রোডে একটি বহুতল আবাসন থেকে উদ্ধার হল পচাগলা দেহ। ফ্ল্যাটের দরজা ভেঙে দেহটি উদ্ধার করেছে পুলিশ। সোমবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রের খবর, মৃতের নাম প্রণব গোস্বামী। পেশায় সঙ্গীতশিল্পী ছিলেন তিনি। থাকতেন আন্দুল রোডের পাশে পোদরা সংহতি পার্ক এলাকায় ‘মালতি অ্যাপার্টমেন্ট’-এ ।
প্রতিবেশীরা জানাচ্ছেন, প্রণব অবিবাহিত। বাবা-মা মারা যাওয়ার পরে তিনি একাই থাকতেন ফ্ল্যাটটিতে। সোমবার ওই ফ্ল্যাট থেকে তীব্র দুর্গন্ধ পেয়ে দরজায় টোকা দেন কয়েক জন। কিন্তু দরজা খোলেনি। সন্দেহ হওয়ায় নাজিরগঞ্জ থানায় খবর দেন প্রতিবেশীরা।
কিছু ক্ষণের মধ্যে ওই আবাসনে যায় পুলিশ। বেশ কিছু ক্ষণ ধরে প্রণবের ফ্ল্যাটের দরজার সামনে ডাকাডাকি করেন পুলিশকর্মীরা। তার পরে দরজা ভাঙার সিদ্ধান্ত হয়। ঘরে ঢুকে দেখা যায়, মেঝেতে একটি পচাগলা দেহ পড়ে রয়েছে। আবাসনের কয়েক জন বাসিন্দা নিশ্চিত করেন, দেহটি ওই সঙ্গীতশিল্পীর। পরে আত্মীয়েরাও গিয়ে দেহ শনাক্ত করেছেন।
আরও পড়ুন:
কী ভাবে ৪৫ বছরের প্রণবের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। প্রতিবেশীরা জানাচ্ছেন, গত শুক্রবার তাঁকে শেষ বার দেখা গিয়েছিল। মৃত্যুর কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। এমন ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।