Advertisement
০২ ফেব্রুয়ারি ২০২৫
Launches

লঞ্চ সারাতে হুগলি নদী জলপথ পরিবহণকে আড়াই কোটি টাকা বরাদ্দ

দীর্ঘদিন ধরে নির্বাচিত পরিচালকমণ্ডলী না থাকার পরে, সাত মাস আগে উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরীর সুপারিশ করা১২ জনের মনোনীত পরিচালকমণ্ডলীকে সমিতির দায়িত্ব দিয়েছিল রাজ্য সরকার।

— প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ ০৬:২৫
Share: Save:

শহরের জলপথ পরিবহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্থা হুগলি নদীজলপথ পরিবহণ সমবায় সমিতিকে বাঁচাতে অবশেষে মনোনীত পরিচালকমণ্ডলীর পাশে দাঁড়াল রাজ্য সরকার। তাদের আবেদনে সাড়া দিয়ে লঞ্চ মেরামতির জন্য ২ কোটি ৬১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। পরিচালকমণ্ডলীর মতে, এই সিদ্ধান্তে প্রায় বন্ধ হতে চলা সমবায় সমিতিটি ঘুরে দাঁড়ানোর সুযোগ পেল।

দীর্ঘদিন ধরে নির্বাচিত পরিচালকমণ্ডলী না থাকার পরে, সাত মাস আগে উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরীর সুপারিশ করা ১২ জনের মনোনীত পরিচালকমণ্ডলীকে সমিতির দায়িত্ব দিয়েছিল রাজ্য সরকার। ১৪টির বেশি লঞ্চের দীর্ঘ দিন ধরে ‘ড্রাই ডক’ (স্বাস্থ্য পরীক্ষা) না হওয়া এবং প্রতি পাঁচ বছর অন্তর স্বাস্থ্যপরীক্ষার শংসাপত্র ইনল্যান্ড ওয়াটারওয়েজ ট্রান্সপোর্টের থেকে না পাওয়ায় পরিষেবাপ্রদানকারী লঞ্চের সংখ্যা কমছিল। তার জেরে কমছিল আয়ও। এর পাশাপাশি, আর্থিক দুর্নীতির মতো বিষয় নিয়েও পরিচালকমণ্ডলী সমস্যায়পড়ে। তবে পরিবহণ দফতরের থেকে ভাড়ায় পাঁচটি লঞ্চ পাওয়ায় সমস্যা সাময়িক ভাবে মেটে। স্থায়ী সমাধানের জন্য অন্তত আরও আটটি লঞ্চের মেরামতি জরুরি ছিল।

সমিতির চেয়ারম্যান বাপি মান্না বলেন, ‘‘রাজ্য সরকার টাকা বরাদ্দ করায় ঠিক হয়েছে যে আটটি লঞ্চ গার্ডেনরিচ শিপবিল্ডার্সের কাছে পাঠাবে পরিবহণ দফতর। আশা করছি, ওই দফতর থেকেই আগামী তিন-চার মাসের মধ্যে সব লঞ্চ পেয়ে যাব।’’ সমিতির আশা, লঞ্চগুলি চলতে শুরু করলে সমিতি আর্থিক দিক থেকে অনেকটাই সাবলম্বী হবে। কারণ, একাধিক রুটে তখন লঞ্চ চালানো যাবে।

অন্য বিষয়গুলি:

Launches Water Transport hooghly river West Bengal government
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy