রাজ্য স্বাস্থ্য দফতর।
কোভিড আবহে চিকিৎসকের ঘাটতি মেটাতে নিয়োগ সংক্রান্ত ফাইলে ‘আর্জেন্ট’ লিখে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে পাঠিয়েছিল স্বাস্থ্য ভবন। এক মাস পরেও সেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন কেন প্রকাশিত হল না, তা নিয়ে স্বাস্থ্য ভবনের স্বাস্থ্যশিক্ষা বিভাগের অন্দরে হইচই শুরু হয়েছে।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, কোভিড পরিস্থিতিতে সরকারি হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসকের জোগান দিতে গিয়ে সমস্যা হচ্ছে। রাজ্যে সরকারি কোভিড হাসপাতাল ৩২টি। সরকার অধিগৃহীত কোভিড হাসপাতালের সংখ্যা ৫৫। রাজ্যে দু’শো সেফ হোমও রয়েছে। প্রতিটি ‘সেফ হোমে’ চিকিৎসকের প্রয়োজন। কোভিড হাসপাতালে টানা ডিউটির পরে এক দল চিকিৎসককে বিশ্রামে পাঠানোর বিষয়ও আছে। সব মিলিয়ে কোভিড নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যায় চিকিৎসক আবশ্যক। এই পরিস্থিতিতে মেডিক্যাল অফিসার (স্পেশালিস্ট), জিডিএমও’র (জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার) পাশাপাশি সাড়ে আটশো আরএমও তথা ক্লিনিক্যাল টিউটর নিয়োগের সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য দফতর।
স্বাস্থ্য ভবন সূত্রের খবর, মাস খানেক আগে নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য ফাইল তৈরি করে, আর্জেন্ট লিখে, তা ‘ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে’ পাঠানো হয়। স্বাস্থ্য দফতরের আধিকারিকদের একাংশের দাবি, বিজ্ঞাপন প্রকাশের জন্য বোর্ডের সদস্যদের বৈঠক করে নিয়োগ পরীক্ষায় কোন বিভাগে কত নম্বর থাকবে, তা ঠিক করতে হয়। কিন্তু এক মাসেও সেই কাজ না-হওয়ায় বিজ্ঞাপন বেরনো আটকে রয়েছে। এরই মধ্যে বোর্ডের অন্দরে ‘গোলযোগে’র কারণে রিক্রুটমেন্ট বোর্ডের সচিব বদলি হয়েছে। শৈবাল চক্রবর্তীর পরিবর্তে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর থেকে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে নতুন সচিব হয়ে এসেছেন সোনালী দত্ত রায়। এতে নিয়োগ প্রক্রিয়া আরও বিলম্বিত হবে কি না, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে।
বঙ্গে আক্রান্ত ১,৫৬,৭৬৬
অ্যাক্টিভ রোগী ২৫,৯৯৬
২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০১২
২৪ ঘণ্টায় মৃত ৫৩
মোট মৃত ৩১২৬
কো-মর্বিডিটির কারণে মৃত ২৭২০
(সূত্র: রাজ্য সরকার)
যদিও সেই সম্ভাবনা উড়িয়ে রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান তাপস মণ্ডল জানান, ভিত্তিহীন অভিযোগ। সচিব-বদলির বিষয়টিও নিয়মমাফিক ঘটনা। চেয়ারম্যান বলেন, ‘‘নার্সিং স্টাফ নিয়োগ চলছে। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ১৩৭৪টি খালি পদে মেডিক্যাল অফিসার (স্পেশালিস্ট) নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। এর পর জিডিএমও’র ১১৭৪টি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া তালিকায় রয়েছে। এ সবের মধ্যে আরএমও নিয়োগের বিজ্ঞাপনও প্রকাশিত হয়ে যাবে।’’
আরও পড়ুন: ৮ সেপ্টেম্বর থেকেই কি কলকাতায় মেট্রো চলাচল শুরু?
আরও পড়ুন: ভিন্ন ধর্মে বিয়ে, বিবাহিত তরুণীকে বাড়ি ফেরার ‘চাপ’ পুলিশের
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy