Advertisement
০৪ নভেম্বর ২০২৪
Post Poll Violence

Assembly Election 2021 Post Poll Violence: হাই কোর্টে সুফিয়ানের আগাম জামিনের আর্জি খারিজ, আপাতত গ্রেফতারে বাধা নেই সিবিআইয়ের

এর আগে সুফিয়ানের ১১ জন তৃণমূলকর্মীকে গ্রেফতার করেছে সিবিআই। সেই দলে রয়েছেন সুফিয়ানের জামাই শেখ হবিবুলও।

বিপাকে শেখ সুফিয়ান।

বিপাকে শেখ সুফিয়ান। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২১ ১৩:৪৮
Share: Save:

কলকাতা হাই কোর্টে খারিজ হয়ে গেল নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানের আগাম জামিনের আর্জি। ‘ভোট পরবর্তী হিংসা’র ঘটনায় সুফিয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে সিবিআই। তা নিয়েই হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুফিয়ান। তবে সোমবার সপ্তাহের শুরুর দিনেই সেই আবেদন খারিজ করে দিয়েছে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ। ফলে আপাতত সুফিয়ানকে সিবিআইয়ের গ্রেফতারে কোনও বাধা রইল না। তবে সুফিয়ানের সামনে হাই কোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার পথও খোলা।
সোমবার হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি বিভাসরঞ্জন দে-র ডিভিশন বেঞ্চে সুফিয়ানের আগাম জামিনের আবেদন ওঠে। তবে তা খারিজ করে দেন বিচারপতিরা। নন্দীগ্রামে মমতার মুখ্য নির্বাচনী এজেন্ট ছিলেন সুফিয়ান। ভোটের ফল ঘোষণার পর নন্দীগ্রামের চিল্লোগ্রামে দেবব্রত মাইতি নামে এক বিজেপি সমর্থককে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ওই কাণ্ডে মানবাধিকার কমিশনের কাছে দেবব্রতর পরিবারের সদস্যরা যে অভিযোগ দায়ের করেছেন, তাতে সুফিয়ানের নামও রয়েছে।

দেবব্রত হত্যার অভিযোগে এর আগে ১১ জন তৃণমূলকর্মীকে গ্রেফতার করেছে সিবিআই। সেই দলে রয়েছেন সুফিয়ানের জামাই শেখ হবিবুলও।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE