জগদীপ ধনখড়। নিজস্ব চিত্র
তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের জবাব দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ধনখড়ের কৌশলী টুইট, ‘রাজ্যের সংস্কৃতিবান মানুষের উপরেই বিষয়টি ছাড়লাম।’
রবিবার কল্যাণের মন্তব্য সামনে আসার কিছু ক্ষণের মধ্যেই টুইট করেন রাজ্যপাল। তাতে তৃণমূল সাংসদ তথা আইনজীবীর উদ্দেশে লেখেন, ‘উনি এক জন প্রবীণ নেতা। এক জন বর্ষীয়ান সাংসদ। এক জন প্রবীণ আইনজীবী। স্তব্ধ হয়ে গিয়েছি। তবে বিষয়টি রাজ্যের সংস্কৃতিবান মানুষ এবং সংবাদমাধ্যমের উপর ছেড়ে দিলাম’। ধনখড় অবশ্য কল্যাণের নাম করেননি। কিন্তু তাঁর বক্তব্যের ভিডিয়ো জুড়ে দিয়েছেন টুইটে। পাশাপাশি ওই পোস্টের সঙ্গে ট্যাগ করা হয়েছে তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়, লোকসভার সচিব এবং বার কাউন্সিল অব ইন্ডিয়ার টুইটার অ্যাকাউন্টও। কল্যাণ যে যে প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে বিষয়টি তাঁদের নজরে আনার জন্যই রাজ্যপালের এই কৌশল বলে মনে করা হচ্ছে।
He is senior functionary @AITCofficial @MamataOfficial
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 23, 2021
He is senior parliamentarian @LokSabhaSectt
He is senior advocate @barcouncilindia @barandbench
Just stunned but leave the matter to sound discretion of cultured people of West Bengal and media @PTI_News @IndEditorsGuild pic.twitter.com/i7bZ0wE5G9
রবিবার কল্যাণ রাজ্যপালের ধনখড়ের উদ্দেশে বলেন, ‘‘রাজ্যপাল সকাল থেকে সন্ধ্যা তৃণমূলের পিছনে লেগে রয়েছেন। তিনি একটা রক্তচোষা।’’ রাজ্যপালের বিরুদ্ধে রাজ্যের প্রতি থানায় অভিযোগ দায়ের করার জন্যও ‘অনুরোধ’ করেন কল্যাণ। তা নিয়েই প্রতিক্রিয়া দিয়েছেন ধনখড়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy