সম্প্রতি আলিপুরদুয়ারে জলসায় যোগ দিতে গিয়ে হেনস্থার শিকার হন টলিউডের অভিনেত্রী শুভশ্রী। এক মাসও গড়ায়নি। মঙ্গলবার রাতে শুভশ্রী আলিপুরদুয়ারেরই সলসলাবাড়িতে ডুয়ার্স উৎসবের অনুষ্ঠানে গেলেন। নির্বিঘ্নে অনুষ্ঠান শেষ হওয়ার পরে হাঁফ ছেড়ে বেঁচেছেন উদ্যোক্তারা।
টিএমসিপি-র উদ্যোগে আগের অনুষ্ঠান হয়েছিল ফালাকাটায়। এ দিন সলসলাবাড়ির ডুয়ার্স উৎসবের অন্যতম পৃষ্ঠপোষক হলেন আলিপুরদুয়ারের কংগ্রেসের জেলা সভাপতি বিশ্বরঞ্জন সরকার। শুভশ্রীকে ঘিরে যাতে কোথাও অশোভন কিছু না ঘটে, তা নিশ্চিত করতে তিনি নিজেই দলের নেতা-কর্মীদের সতর্ক করে দেন। উদ্যোক্তাদের তরফে গৌতম দত্ত বলেন, “তৃণমূল পরিচালিত অনুষ্ঠানগুলিতে শিল্পীরা হেনস্থা হয়েছেন। কারণ সেখানে কোনও পরিকল্পনা ছিল না। কিন্তু সলসলাবাড়িতে তা হয়নি। আমরা নজর রেখেছি। পুলিশ কড়া ব্যবস্থা নিয়েছে।”
তবে জলসা নিয়ে রাজনীতি করতে রাজি নন তৃণমূল জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী। তাঁর মন্তব্য, ‘‘ফালাকাটার ঘটনায় তৃণমূলের কেউ জড়িত ছিল না। বিষয়টি নিয়ে কোনও অভিযোগও হয়নি। সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে আমি রাজনীতির মধ্যে যাচ্ছি না। ”
কী বলছেন শুভশ্রী? তাঁরও মন্তব্য, ‘‘শো-এর সঙ্গে রাজনীতি জড়ানো ঠিক নয়। অনেকদিন ধরেই শো করছি। এ নিয়ে বেশি কিছু বলার নেই।’’
দুপুরে বাগডোগরায় নেমে সন্ধ্যায় তিনি কোচবিহারে পৌঁছন। সেখানে ছিল উপচে পড়া ভিড়। গাড়ি নিয়ে সরাসরি হোটেলে ঢুকে পড়েন অভিনেত্রী। ঘন্টাখানেক পর আলিপুরদুয়ারের উদ্দেশে রওনা হন। কোচবিহারের পুলিশ সুপার সুনীল যাদব অবশ্য বলেন, “সব কিছু পরিকল্পনা মাফিক ছিল। সাদা পোশাকের পুলিশ আগে থেকেই ছিল। আলিপুরদুয়ারে যাওয়ার সময় পাইলট গাড়ির ব্যবস্থাও করা হয়। কোনও সমস্যা হয়নি।” অভিনেত্রীর অনুষ্ঠানের ব্যবস্থাপকদের কর্তা বৈদ্যনাথ মহন্ত যদিও বলেন, “ফালাকাটায় একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে গিয়েছে। উত্তরবঙ্গে কলকাতা, মুম্বইয়ের শিল্পীদের নিয়ে নিয়মিত অনুষ্ঠান করছি। কোথাও সমস্যা হয়নি।’’