Advertisement
০৫ নভেম্বর ২০২৪
State News

পাহাড়ের অশান্তি নেমে এল সমতলেও, সুকনায় আগুন

শনিবার বেলা সাড়ে ১২ নাগাদ কয়েশো মোর্চা সমর্থক সুকনা থেকে মিছিল করে দার্জিলিং মোড়ের দিকে যাচ্ছিল। পুলিশের ব্যারিকেড ভেঙে সমর্থকরা অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।

মোর্চার তাণ্ডব। নিজস্ব চিত্র।

মোর্চার তাণ্ডব। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
দার্জিলিং শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৭ ১৮:৪৪
Share: Save:

পাহাড়ের অশান্তি এ বার নেমে এল সমতলেও। মোর্চা সমর্থকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল সুকনা।

শনিবার বেলা সাড়ে ১২ নাগাদ কয়েশো মোর্চা সমর্থক সুকনা থেকে মিছিল করে দার্জিলিং মোড়ের দিকে যাচ্ছিল। পুলিশের ব্যারিকেড ভেঙে সমর্থকরা অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর, পেট্রোল বোমা ছোড়ে মোর্চা সমর্থকরা। পাল্টা জবাব দেয় পুলিশও। মোর্চা সমর্থকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। দু’পক্ষের সংঘর্ষে তিন পুলিশ আধিকারিক আহত হন। মোর্চার অভিযোগ, ঝামেলার সময় পুলিশ সমর্থকদের লক্ষ্য করে গুলি চালায়। তাতে আহত হন দুই সমর্থক। যদিও পুলিশ গুলি চালানোর কথাটি অস্বীকার করেছে।

মোর্চার বিক্ষোভ সুকনায়, দেখুন ভিডিও

আরও পড়ুন: কাজ না করায় শিশু শ্রমিককে তুলে আছাড়

অন্য বিষয়গুলি:

Violence Darjeeling Sukna
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE