Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
BJP

BJP: বাংলায় বিজেপি বি-টিম তৃণমূলের! ক্ষোভে দল ছাড়লেন মহিলা মোর্চার প্রাক্তন রাজ্য সভানেত্রী

রূপা গঙ্গোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পালেদের পূর্বসূরি তনুশ্রী দলের রাজ্য নেতৃত্বের কাছে পদত্যাগপত্রও পাঠিয়ে দিয়েছেন।

বিজেপি ছাড়লেন মহিলা মোর্চার প্রাক্তন রাজ্য সভানেত্রী তনুশ্রী রায়(ডান দিকে)।

বিজেপি ছাড়লেন মহিলা মোর্চার প্রাক্তন রাজ্য সভানেত্রী তনুশ্রী রায়(ডান দিকে)। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২২ ২১:৪৪
Share: Save:

দলের কাজকর্মে ক্ষোভ প্রকাশ করে বিজেপি ছাড়লেন মহিলা মোর্চার প্রাক্তন রাজ্য সভানেত্রী তনুশ্রী রায়। বাংলায় বিজেপি-কে ‘রাজ্য সরকারের ‘বি-টিম’ বলে উল্লেখ করে বুধবার দল ছেড়েছেন পূর্ব মেদিনীপুরের ওই নেত্রী। ঘটনাচক্রে তনুশ্রীর স্বামী নবারুণ নায়েককে সম্প্রতি বিজেপি-র তমলুক জেলা সভাপতির পদ থেকে সরানো হয়েছিল।

রাজ্য বিজেপি-র মহিলা মোর্চার সভানেত্রী পদে রূপা গঙ্গোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পালেদের পূর্বসূরি তনুশ্রী আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন, দলের রাজ্য নেতৃত্বের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। সেই চিঠি বুধবার নিজের ফেসবুক পেজেও দিয়েছেন। যে সময়ে রাজ্য বিজেপি নেতৃত্বের উপর ক্ষোভ প্রকাশ করে একের পর এক সাংসদ-বিধায়ক-নেতা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ছেন, সেই সময় তনুশ্রীর দলত্যাগে জেলা রাজনীতিতে শুরু হয়েছে জল্পনা।

তনুশ্রী বুধবার বলেন, “বিষয়টি হঠাৎ নয়। বেশ কিছুদিন ধরেই আমি দলের কার্জকলাপে বিরক্ত বোধ করছিলাম। এর পর আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললাম। আমি চিঠিতেও লিখেছি, ঠিক কোন কারণে আমার দলত্যাগের সিদ্ধান্ত”। তাঁর কথায়, “আমি দীর্ঘদিন ধরে রাজনীতিতে রয়েছি। এ বারের বিধানসভা নির্বাচনে বিজেপি যে আরও ভালো ফল হতে পারত তা আমরা জানি। কিন্তু রাজ্য সংগঠনের কাজকর্ম সদর্থক নয়। ধরুন, আমি নিজের পায়ে দাঁড়িয়ে আছি। এখন আমার পা ডান্ডা মেরে ভেঙে দেওয়ার পরে বলা হল, আগের মতোই হাঁটতে হবে। এ ভাবে আমি পারব না।’’

শুভেন্দু অধিকারীর জেলার সদ্য-প্রাক্তন বিজেপি নেত্রী তনুশ্রী আরও বলেন, ‘‘বাইরে থেকে যাঁরা দলে এসেছেন এখন তাঁদের নিয়েই বেশী মাতামাতি চলছে।’’ তবে ‘বহিরাগত’ হিসেবে যে তিনি শুভেন্দুকে নিশানা করছেন না, তা স্পষ্ট করে দিয়ে তনুশ্রীর মন্তব্য, “শুভেন্দু অধিকারীকে নিয়ে কখনওই খারাপ বলতে পারি না। তিনি জেলায় দারুণ কাজ করেছেন। পূর্ব মেদিনীপুরে বিজেপি-র যে ফলাফল তা শুভেন্দুর হাত ধরেই। উনি মানুষের জন্য কাজ করেন।’’

বিজেপি-র জেলা সভাপতির পদ হারালেও তনুশ্রীর স্বামী নবারুণ এখনও দলে রয়েছেন। এ প্রসঙ্গে তনুশ্রী বলেন, ‘‘আমার স্বামীর মতামতকে আমি শ্রদ্ধা করি। তবে আমার নিজস্ব রাজনৈতিক মতাদর্শ আছে। উনি বিজেপি-কেই রাজ্যে অপরিহার্য ভাবছেন তাই দলে আছেন। আমি ভাবছি না, তাই দল ছাড়ছি।’’

জেলা সদর তমলুকের আসন্ন পুরভোটে তনুশ্রী তৃণমূলের প্রার্থী হতে পারেন বলে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। যদিও তৃণমূলে যোগদানোর সম্ভাবনা খারিজ করে তিনি বলেন, “আমি বিজেপি ছেড়েছি, তবে রাজনীতি ছাড়িনি। আমার পরবর্তী রাজনীতির পথ কী হবে, ঠিক সময়ে জানিয়ে দেব। তবে এটা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, আমি কোনও দিন বর্তমান সরকার পক্ষের সঙ্গে যাব না।’’

তনুশ্রীর দলত্যাগ প্রসঙ্গে তমলুক জেলা বিজেপি-র সদ্যনিযুক্ত সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘উনি আমাদের অত্যন্ত পরিচিত এক জন নেত্রী। কিন্তু ঠিক কোন কারণে এমন সিদ্ধান্ত তিনি নিয়েছেন, তা এখনও পরিষ্কার নয়। আমি খোঁজ নিয়ে তার পরেই এ বিষয়ে মন্তব্য করব।’’ অন্য দিকে তনুশ্রীর স্বামী নবারুণের সঙ্গে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হলেন তাঁর মন্তব্য, ‘‘এ বিষয়ে আমি কিছু বলব না।’’

অন্য বিষয়গুলি:

BJP Purba Midnapore TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy