কলকাতার নিউ মার্কেটের সংস্কারের জন্য ২৬ কোটি ১৮ লক্ষ টাকারও বেশি বরাদ্দ হয়েছে। ২০২৩ সালের ২১ নভেম্বর সংস্কারের কাজে সাহায্যের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দায়িত্ব দেওয়া হয়। সোমবার বিধানসভায় এমনটাই জানালেন রাজ্যের পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। মন্ত্রী জানান, যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ওই সাহায্যের জন্য ৬৪ হাজার ৮২৭ টাকা দেওয়া হয়েছে।
মুর্শিদাবাদ জেলার কান্দির বিধায়ক অপূর্ব সরকার সোমবার রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে এই সংক্রান্ত প্রশ্ন করেন। নিউ মার্কেট সংস্কারের জন্য কী পদক্ষেপ করছে রাজ্য সরকার, তা জানতে চান কান্দির তৃণমূল বিধায়ক। তাঁর প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আগেই এই সংক্রান্ত দায়িত্ব দেওয়া হয়েছে। ফিরহাদ রাজ্যের মন্ত্রী হওয়ার পাশাপাশি কলকাতা পুরসভার মেয়রও। পুরসভা সূত্রে খবর, কয়েক বছর আগে থেকেই নিউ মার্কেট সংস্কারের বিষয়ে প্রয়োজনীয় আলোচনা এবং পদক্ষেপ শুরু করেছে কলকাতা পুরসভা।
নিউ মার্কেট হল শহরের অন্যতম ঐতিহ্যবাহী বিপণিকেন্দ্র। প্রচুর মানুষের রুজিরুটি জড়িয়ে রয়েছে এই বিপণিকেন্দ্রকে ঘিরে। এই অবস্থায় নিউ মার্কটকে সংস্কার করে নতুন ভাবে সাজিয়ে তোলার দায়িত্ব নেয় পুরসভার বাজার বিভাগ। তাদের পরামর্শদাতা হিসাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দলকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
পুরসভা সূত্রে খবর, নিউ মার্কেটের অন্যতম আকর্ষণ ক্লক টাওয়ারটি এই সংস্কার প্রকল্পের আওতায় কী ভাবে মেরামত করা যায়, তা খতিয়ে দেখবে বিশেষজ্ঞ দল। পাশাপাশি ভবনের স্থায়িত্ব আরও বৃদ্ধি করতে মাটির নীচে চারপাশে ২.৯ কিলোমিটার দীর্ঘ টাই বিম বসানোরও সুপারিশ করেছেন যাদবপুরের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারেরা। এর ফলে ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগেও ভবনটি নিরাপদ থাকবে বলে অনুমান করা হচ্ছে।