Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Data protection

ওয়েবিনারে ডিজিটাল দুনিয়ার বিপদ ও সুরক্ষাবিধির খোঁজ

জেনে নাও সাইবার সিকিউরিটি এবং এথিক্যাল হ্যাকিং নিয়ে কেরিয়ার গড়ার হদিস।

জেনে নাও সাইবার সুরক্ষা এবং এথিক্যাল হ্যাকিং-এ কেরিয়ারের হদিস। আগামী ১৬ সেপ্টেম্বর।

জেনে নাও সাইবার সুরক্ষা এবং এথিক্যাল হ্যাকিং-এ কেরিয়ারের হদিস। আগামী ১৬ সেপ্টেম্বর।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২০ ১২:০১
Share: Save:

অতিমারী পরিস্থিতিতে বেশির ভাগ কাজই এখন ডিজিটাল ব্যবস্থা-নির্ভর। আর তার ফলে কম্পিউটার ও কাজ সুরক্ষিত রাখার স্বার্থেই অনলাইন নজরদারি জরুরি হয়ে গিয়েছে। সাইবার সুরক্ষাবিধি এবং এই ক্ষেত্রে কেরিয়ার গড়ার হালহদিস জানতে সাইন আপ করো সাইবার সিকিউরিটি অ্যান্ড এথিক্যাল হ্যাকিংঃ কম্পিউটার কেরিয়ার্স দ্যাট উইল গ্রো ওয়েবিনারে

এবিপি এডুকেশন আয়োজিত নিখরচার ওয়েবিনার সিরিজ ক্যাম্পাসটুকেরিয়ার ২০২০-তে থাকছে এই আলোচনা।

কখনঃ ১৬ সেপ্টেম্বর, বিকেল ৩টে।

কী নিয়েঃ সাইবার সিকিউরিটি এবং এথিক্যাল কেরিয়ারের ক্রমবর্ধমান চাহিদা এবং তার জন্য কী করতে হবে।

যা থাকছেঃ ডিজিটাল দুনিয়ার বিভিন্ন ঝুঁকি এবং তা থেকে পরিত্রাণ পেতে সুরক্ষাবিধির হদিস। জেনে নাও এই জগতে কেরিয়ার গড়ার সুযোগ কেমন। থাকছে এথিক্যাল এবং আনএথিক্যাল হ্যাকিং-এর পার্থক্য এবং এথিক্যাল হ্যাকিং-এর চাহিদা বেশি কেন, তা বুঝে নেওয়ার সুযোগ।

বক্তা যাঁরাঃ

অধ্যাপক জয়দীপ সেন - বিই (যাদবপুর বিশ্ববিদ্যালয়), এম টেক (আইএসআই কলকাতা), ইনফরমেশন প্রাইভেসি ইন আইওটি নিয়ে পিএইচডি করছেন। শিল্পজগতে দু'দশকের বেশি কাজের অভিজ্ঞতা, শিক্ষকতা করেছেন ৫ বছর। টিসিএস ইনোভেশন ল্যাবে কাজ করেছেন সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে। তার আগে আকামই টেকনোলজিস, ওএনজিসি এবং হিন্দুস্তান মোটর্স-এ কর্মরত ছিলেন। পছন্দের গবেষণা ক্ষেত্র অ্যাডভান্সড স্ট্যাটিসটিক্যাল মডেলিং, ডেটা মাইনিং, গ্রাফ থিয়োরি, ডিসক্রিট ম্যাথ, ইন্টারনেট টেকনোলজিস প্রভৃতি। বিভিন্ন সংস্থায় পরামর্শদানের পাশাপাশি লিখেছেন রেফারেন্সড জার্নালেও। শিক্ষকতার কেরিয়ারে এনআইএসটি ভুবনেশ্বরে পড়ানোর পাশাপাশি সিবিএসে ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সিস্টেমস-এর বিভাগীয় প্রধান ছিলেন। তার পরে যোগ দেন প্র‍্যাক্সিস-এ।

নিরুপম সেন, বিজনেস হেড-ইস্ট, ব্রিটিশ স্ট্যান্ডার্ডস গ্রুপ- ইনফরমেশন সিকিউরিটি, আইটি সার্ভিস ম্যানেজমেন্ট এবং কোয়্যালিটি ম্যানেজমেন্ট ক্ষেত্রে সার্টিফায়েড লিড অডিটর। বর্তমানে বিটস পিলানি থেকে ওয়ার্ক ইন্টিগ্রেটেড লার্নিং প্রোগ্র্যামের পাঠ নিচ্ছেন তিনি। ২০ বছরের কেরিয়ারে ইনফরমেশন সিকিউরিটি, বিজনেস কন্টিন্যুইটি, রিস্ক ম্যানেজমেন্ট এবং কোয়ালিটি ম্যানেজমেন্ট ক্ষেত্রে ক্ষমতা বাড়ানো বা অডিট সম্পর্কে সম্যক জ্ঞান এবং বিভিন্ন শিল্পক্ষেত্রে সংস্থার সার্টিফিকেশনের অভিজ্ঞতা রয়েছে তাঁর।

অধ্যাপক সমীর মুখোপাধ্যায়, হেড, ডিপার্টমেন্ট অফ এমার্জিং টেকনোলজি অ্যান্ড ভিআর, এআর, এমআর, এক্সআর; ম্যাকাউট- প্রযুক্তি এবং কমিউনিকেশনে ৩০ বছরের অভিজ্ঞতায় তৈরি করেছেন স্টুডিও, মিডিয়া পরিকাঠামো এবং দু’টি মিডিয়া সংস্থা। ডিজিটাল মিডিয়া শিক্ষাকে ওটিটি, আইওটি এবং ক্লাউড কম্পিউটিং-এর মতো আধুনিক প্রযুক্তিকে মেলানোর ক্ষেত্রে গভীর গবেষণা রয়েছে তাঁর।

ওলেগ গ্লেবভ, ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট এগিজিকিউটিভ, স্পিচ টেকনোলজি সেন্টার (এসটিসি), রাশিয়া- আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন ক্ষেত্রে পেশাদার, ক্রিপ্টোগ্রাফি এবং আইটি ম্যানেজমেন্টের কার্যকলাপ সম্পর্কে তাঁর জ্ঞান অপরিসীম। এসটিসি-তে তিনি ভয়েস/ফেস বায়োমেট্রিকস, সাউন্ড ইভেন্টস ডিটেকশন এবং স্পিচ রেকগনিশন/ সিন্থেসিস সংক্রান্ত বিজনেস প্রোজেক্টের নেতৃত্ব দেন।

কৌশিক নাথ, সিকিউরিটি আর্কিটেক্ট, সিস্কো সিস্টেমস- ইনফরমেশন সিকিউরিটিতে দুই দশকের বেশি অভিজ্ঞতা সম্পন্ন, পেশাদার ব্লকচেন বিশেষজ্ঞ, ডেভসেকঅপস ইঞ্জিনিয়ার এবং সাইবার রেঞ্জ ইনস্ট্রাক্টর। ক্লাউড, ডেটা সেন্টার এবং সাইবার সুরক্ষা প্রযুক্তি ক্ষেত্রে সিকিউরিটি সলিউশন আর্কিটেক্ট হিসেবে সুপরিচিত। বিভিন্ন দেশের উন্নয়ন ও ই-গভর্ন্যান্সের ক্ষেত্রে ডিজিটাল এবং নিরাপত্তার ব্লুপ্রিন্ট তৈরিতে কার্যকরী ভূমিকা নিয়েছেন তিনি। সিআইআই-তে পূর্বাঞ্চলের স্টার্টআপস অ্যান্ড অন্ত্রোপ্রন্যরশিপ সাবকমিটি তে কো-চেয়ার পদে রয়েছেন তিনি।

কর্নেল ইন্দ্রজিৎ সিংহ, চিফ সাইবার সিকিউরিটি অফিসার, ভারা টেকনোলজি প্রাইভেট লিমিটেড- আইআইটি খড়্গপুর এবং সিমবায়োসিস ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের প্রাক্তনীর কর্মজীবনের একটা বড় অংশ কেটেছে ভারতীয় সেনাবাহিনীতে। ইনফো সিস্টেমসে পেশাদার হিসেবে ২৯ বছরের অভিজ্ঞতা রয়েছে সাইবার সিকিউরিটি, সাইবার ফরেন্সিকস, সাইবার ওয়ারফেয়ার, সাইবার টেররিজম, আইওটি সিকিউরিটি, ব্লকচেন, ক্রিপ্টনমিকস, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্ট্যালিজেন্স এবং স্মার্টসিটির কাজে। সাইবারসিকিউরিটি বিজনেস ইউনিট গড়তে কার্যকরী ভূমিকা নিয়েছিলেন তিনি। ইদানীং কাজ করছেন আইটি নেটওয়ার্ক, স্মার্টসিটি, ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচারে নিরাপত্তায় আধুনিক সাইবার সুরক্ষা প্রযুক্তির প্রয়োগ নিয়ে।

আকাশ অগ্রবাল, রিজিওন্যাল ডিরেক্টর (আইএমইএ), ইসি কাউন্সিল- ২৩ বছরের কেরিয়ারে তথ্যপ্রযুক্তি, বিশেষত তথ্যসুরক্ষার ক্ষমতা তৈরি, তার পরিধি বাড়ানো এবং সচেতনতা তৈরিতে ভূমিকা নিয়েছেন। ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানোর পাশাপাশি বিভিন্ন স্টার্ট আপের উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন তিনি।

উপস্থিতির শংসাপত্রঃ সম্পূর্ণ ওয়েবিনারটিতে উপস্থিতির ভিত্তিতে মিলবে এবিপি এডুকেশনের শংসাপত্র। সাইবার সিকিউরিটি অ্যান্ড এথিক্যাল হ্যাকিংঃ কম্পিউটার কেরিয়ার্স দ্যাট উইল গ্রো ওয়েবিনারে সাইন আপ করো এখানে

সিরিজের অন্য ওয়েবিনারগুলিতে নিখরচায় রেজিস্টার করা যাবে এখানে

অন্য বিষয়গুলি:

Data protection hacking career opportunities digital security
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy