Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Rape victim

Rape: ডাক্তারেরাও শিউরে উঠছেন,  জানালেন নির্যাতিতার বাবা

শুক্রবার রাতে ভর্তির পরে আরজিকর হাসপাতালে দু’ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয় উত্তর ২৪ পরগনার বসিরহাটের নাবালিকার।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৮ মার্চ ২০২২ ০৮:৩৩
Share: Save:

ভোঁতা কিছু দিয়ে নাবালিকার যৌনাঙ্গে আঘাত করা হয়েছিল বলে প্রাথমিক ভাবে মনে করছেন চিকিৎসকেরা। সূত্রের খবর, এগারো বছরের একরত্তি মেয়ের যৌনাঙ্গে একাধিক আঘাত ছিল। সেখান থেকে পেট ফুটো হয়ে গিয়েছিল ভিতর দিয়ে। একেবারে অন্ত্র পর্যন্ত বিস্তৃত ছিল সেই ক্ষত।

সূত্রের খবর, নাবালিকার উপরে যে ভাবে অত্যাচার হয়েছে, তা দেখে স্তম্ভিত চিকিৎসকেরাও। বিষয়টি চিকিৎসকদের কাউকে কাউকে দিল্লির নির্ভয়া-কাণ্ডের কথাও মনে করাচ্ছে। মেয়েটির বাবা বলেন, ‘‘মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আমার মেয়ে। ওইটুকু শরীরে হিংস্রতার চিহ্ন দেখে চিকিৎসকেরা পর্যন্ত শিউরে উঠেছেন।’’

শুক্রবার রাতে ভর্তির পরে আরজিকর হাসপাতালে দু’ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয় উত্তর ২৪ পরগনার বসিরহাটের নাবালিকার। অস্ত্রোপচারের পরে এইচডিইউ-তে থাকলেও রবিবার তাকে পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। আরজিকর হাসপাতালের এক কর্তার কথায়, ‘‘এখন অবস্থা স্থিতিশীল। অবনতি অনেকটাই সামাল দেওয়া গিয়েছে।’’
বৃহস্পতিবার রাতে মেয়েটিকে একটি পার্কে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পর দিন ভোরে সেখানেই তাকে রক্তাক্ত, অচৈতন্য অবস্থায় দেখতে পান স্থানীয় মানুষ। পাঠানো হয় হাসপাতালে। এই ঘটনায় ইতিমধ্যেই বালিকার এক আত্মীয়া এবং তার প্রেমিককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বাদুড়িয়ার এসডিপিও অভিজিৎ সিংহ মহাপাত্র। ধৃত দু’জন আপাতত পুলিশি হেফাজতে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই মহিলাই মেয়েটিকে পাঠিয়েছিল তার প্রেমিকের কাছে। রবিবার তদন্তের স্বার্থে এলাকায় যান বসিরহাট পুলিশ জেলার সুপার জবি থমাস কে।
শ্রীরূপা মিত্র চৌধুরী-সহ বিজেপির মহিলা বিধায়কদের একটি দল এদিন আরজিকরে যান। মেয়েটির সঙ্গে তাঁদের দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। শ্রীরূপা পরে বলেন, “আমাদের দেখেই হাসপাতালের পুলিশ কর্মী এবং সিভিক ভলান্টিয়াররা শিকল লাগিয়ে দেন। বলেন, আমাদের ভিতরে যেতে দেওয়া হবে না।’’

শ্রীরূপা জানান, দীর্ঘ বচসার পরে হাসপাতালের এক অ্যাসিস্ট্যান্ট সুপার মেডিক্যাল সুপার ত্রিদিব মুস্তাফির সঙ্গে তাঁদের ফোনে কথা বলিয়ে দেন। নির্যাতনের ঘটনার নিন্দা করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক টুইটার বার্তায় বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী এক জন মহিলা। অথচ তিনি মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ।
বসিরহাটের মাটিয়ার ঘটনায় দিল্লির নির্ভয়া-কাণ্ডের ছায়া আছে বলে মন্তব্য করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও। ঘটনার প্রতিবাদে আজ, সোমবার বসিরহাটে ছাত্র, যুব ও মহিলা জমায়েতের ডাক দিয়েছে সিপিএম। সেলিম বলেন, ‘‘নির্ভয়া-কাণ্ড গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছিল। এখানেও নির্ভয়া-কাণ্ডের ছাপ দেখা যাবে। এক দিকে মেয়েদের নামে কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালানো হচ্ছে, অন্য দিকে এই রকম ঘটনা ঘটে চলেছে।’’

নির্যাতনের ঘটনার প্রতিবাদে এদিন অশোকনগরের কচুয়া মোড়ে জিরাট রোডে বিক্ষোভ দেখায় এসএফআই।
প্রদেশ কংগ্রেস নেতা আব্দুল মান্নান বলেন, ‘‘রামপুরহাট নিয়ে হইচই চলছে, তার মধ্যেই বসিরহাটে নৃশংস ঘটনা। আর মুখ্যমন্ত্রী দার্জিলিং চলে গিয়ে সব ব্যাপারে বিরোধীদের নিশানা করতে ব্যস্ত!’’

বিজেপির রাজ্য সভাপতির প্রতিক্রিয়ার উত্তরে বনমন্ত্রী তথা তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘‘ওঁরা নিজেরা যে রাজ্য চালান, সেখানে কত মহিলার উপরে অত্যাচারের ঘটনা ঘটছে, আয়নায় নিজেকে দেখে বলুন। কোথাও তো বিজেপি নেতা গ্রেফতার হন না।’’
জ্যোতিপ্রিয়র কথায়, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে মহিলারা সব থেকে নিরাপদ। কোথাও কোনও ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছেন। রামপুরহাটেও তিনি তাঁর দলের লোককে গ্রেফতার করাতে পেরেছেন।’’

অন্য বিষয়গুলি:

Rape victim Gangrape rg kar hospital
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy