Durga Puja 2022: Idol immersion begins as Durga Puja comes to an end dgtl
Durga Puja 2022
আবার এসো মা! কেমন চলল দশমীর বিসর্জন, দেখুন গঙ্গা, গন্ধেশ্বরী থেকে মহানন্দার ছবি
বুধবার কিছু বারোয়ারি পুজো এবং মূলত বাড়ির পুজো বা আবাসনের পুজোরই বিসর্জন হওয়ার কথা গঙ্গার ঘাটে। বাবুঘাট, নিমতলা ঘাট, বাগবাজার ঘাট-সহ সমস্ত ঘাটে আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা ছিল।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২২ ১৯:৩৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
উৎসব শেষ। বুধবার দুপুর থেকে কড়া নিরাপত্তায় শুরু হল প্রতিমা বিসর্জন।
০২১০
বিকেল থেকে ঘাটগুলি ঢাকের আওয়াজে মুখর হয়ে ওঠে। বিষাদের মধ্যেই প্রায় সকলের মুখে একই কথা, ‘‘আসছে বছর আবার হবে।’’
০৩১০
বুধে কিছু বারোয়ারি পুজো এবং মূলত বাড়ির পুজো বা আবাসনের পুজোরই বিসর্জন হওয়ার কথা।
০৪১০
কলকাতার বাবুঘাট, নিমতলা ঘাট, বাগবাজার ঘাট, বাজে কদমতলা ঘাট, রানি রাসমণি ঘাট-সহ সমস্ত ঘাটেই বিসর্জনের জন্য আগে থেকেই যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা ছিল।