বিধিভঙ্গ: বক্স বাজিয়ে বসন্ত উৎসব। বুধবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে। ছবি: স্বাতী চক্রবর্তী
পরীক্ষা আছে। ক্লাস আছে। তাই কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন্দ্রীয় ছাত্র সংসদের বসন্তোৎসবে মাইক বাজানোর অনুমতি দেননি।
বুধবার সেই উৎসবকে ঘিরেও বিতর্কে জড়াল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ। নির্দেশিকা অমান্য করে মাইক বাজিয়ে কলেজ স্ট্রিট ক্যাম্পাসে অনুষ্ঠান করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। ছাত্র সংসদের দাবি, নির্দেশিকা তারা হাতে পায়নি। সেটি আপলোড করা হয় ওয়েবসাইটে। নির্দেশিকা জারির আগেই অনুষ্ঠানের অনুমতি চেয়ে তারা রেজিস্ট্রারের কাছে আবেদন করেছিল।
আজ, বৃহস্পতিবার দোল উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে ছুটি। তাই বুধবার বসন্তোৎসবের আয়োজন করেছিল সংসদ। কলেজ স্ট্রিট ক্যাম্পাসে বেলা ১২টা থেকে বক্স বাজিয়ে অনুষ্ঠান চলে ৩টে পর্যন্ত। গানের সঙ্গেই চলে আবির-নৃত্য।
যদিও অনুষ্ঠান শুরুর আগেই অনুষ্ঠানস্থলে গিয়ে নির্দেশিকার কথা জানিয়ে বক্স বন্ধের নির্দেশ দেন সহ-উপাচার্য (অর্থ) মীনাক্ষী রায়। তাতে কাজ হয়নি। এর পরে ছাত্রদের বিরত করতে যান রেজিস্ট্রার রাজাগোপাল ধরচক্রবর্তী। তবে সংসদের তরফে তাঁকে বলা হয়, এ দিন বিশ্ববিদ্যালয়ে কোনও পরীক্ষা নেই। রেজিস্ট্রার চলে যান। কিছু পরে ফিরে এসে তিনি জানান, এ দিন পরীক্ষা না-থাকলেও ক্যাম্পাসে ক্লাস চলছে। বক্স যাতে আস্তে আস্তে বাজানো হয়, সেই অনুরোধ করেন রেজিস্ট্রার। তাঁর সেই অনুরোধও রাখা হয়নি।
উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়ে এ দিন সিন্ডিকেট ছিল, ক্লাসও ছিল। শুনলাম, তা সত্ত্বেও ওরা মাইক বাজিয়েছে। মঙ্গলবার রাতেই ওয়েবসাইটে নির্দেশিকা দিয়ে দিয়েছিলাম। তার পরেও বক্স বাজিয়ে থাকলে সেই দায়িত্ব পড়ুয়াদের।’’ তবে নিয়মভঙ্গকারী পড়ুয়াদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে কি না, এ দিন তা জানাননি উপাচার্য।
নিষেধ-নির্দেশিকা সত্ত্বেও ক্যাম্পাসে মাইক বাজানো হল কেন?
‘‘আমরা কোনও নির্দেশিকার কথা জানতাম না। পরে শুনেছি। ছেলেমেয়েরা বসন্তোৎসব পালন করেছে নিজেদের মতো করে,’’ বলেন কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদিকা লগ্নজিতা চক্রবর্তী।
শিক্ষার্থীদের অন্য একটি অংশের প্রশ্ন, নির্দেশিকা হাতে না-পাওয়ার যুক্তি এ ক্ষেত্রে খাটে কি? ক্লাস চলাকালীন বিশ্ববিদ্যালয়ে বক্স না-বাজানোর নিয়ম তো দীর্ঘদিনের। ছাত্র সংসদের প্রতিনিধিরা কি তা জানতেন না? এর জবাবে লগ্নজিতা বলেন, ‘‘নিয়ম তো কতই থাকে!’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy