Advertisement
০৩ নভেম্বর ২০২৪

মিছিলে সক্রিয় বিমানেরাও

৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের বর্ষপূর্তির দিনটি এ বার ‘ধর্মনিরপেক্ষতা ও সংবিধান বাঁচাও’ দিবস হিসেবে পালন করবে বামেরা। ওই দিনে কলকাতায় মিছিল করার ডাক দিয়েছিল ১৭টি বাম দল।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৮ ০৩:৪৬
Share: Save:

রাজ্যে রথযাত্রা করে লোকসভা ভোটের আগে মেরুকরণের হাওয়া তুলতে চায় গেরুয়া শিবির। একই সময়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কর্মসূচি নিয়ে রাস্তায় নামছে বাম দলগুলি। ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের বর্ষপূর্তির দিনটি এ বার ‘ধর্মনিরপেক্ষতা ও সংবিধান বাঁচাও’ দিবস হিসেবে পালন করবে বামেরা। ওই দিনে কলকাতায় মিছিল করার ডাক দিয়েছিল ১৭টি বাম দল। মঙ্গলবার বৈঠকে ঠিক হয়েছে, ৬ তারিখ মহাজাতি সদন থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল হবে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর কথায়, ‘‘বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতির কেন্দ্রবিন্দু।’’ ৩ ফেব্রুয়ারি বামেদের ব্রিগে়ড সমাবেশের আনুষ্ঠানিক ঘোষণাও এ দিন করেছেন বিমানবাবু।

পুরুলিয়ায় দলের সদ্যসমাপ্ত ১৮ তম রাজ্য সম্মেলনে গৃহীত প্রস্তাব ব্যাখ্যা করে ফ ব-র রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় জানিয়েছেন, মানুষের রুটি-রুজির অধিকার ও সম্প্রীতি রক্ষার দাবিতে ১৪ থেকে ২১ জানুয়ারি তাঁরা ‘নেতাজি যাত্রা’ করবেন। আলিপুরদুয়ার, বীরভূম ও আসানসোল থেকে তিনটি জাঠা এসে ২১ জানুয়ারি এলগিন রোডে নেতাজি ভবনের সামনে শেষ হবে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE