সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের অষ্টাদশ রাজ্য সম্মেলন শুক্রবার থেকে শুরু হচ্ছে হুগলির ডানকুনিতে। যুব সম্পাদক পদে এ বার বদল আসতে চলেছে বলেই সিপিএম সূত্রের খবর। যুব সংগঠনের বর্তমান রাজ্য সম্পাদক জামির মোল্লা চল্লিশের কোঠা ছুঁয়ে ফেলেছেন, এই যুক্তি দেখিয়েই তাঁকে যুব পদ থেকে অব্যাহতি দেওয়ার ভাবনা আছে দলে। নতুন যুব সম্পাদক হিসেবে বিবেচনায় আছে তিন জনের নাম। আগামী ৩০ সেপ্টেম্বর সম্মেলনের শেষ দিনে নতুন নেতৃত্ব ও রাজ্য কমিটি নির্বাচন হওয়ার কথা।
ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক জামির ও রাজ্য সভাপতি সায়নদীপ মিত্র মঙ্গলবার জানিয়েছেন, এ বার রীতি ভেঙে তাঁদের সম্মেলন উদ্বোধনে আসছেন দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ। সায়নদীপের কথায়, ‘‘বিজেপির সাম্প্রদায়িকতা ও স্বৈরাচারের বিরুদ্ধে যে সব প্রখ্যাত ব্যক্তিত্ব প্রতিবাদী ভূমিকা নিয়েছেন, প্রকাশ তাঁদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য। সেই প্রেক্ষিতেই তাঁকে আমরা যুব সম্মেলনে আহ্বান জানিয়েছি।’’ বাংলার কিছু অভিনেতা, লেখক-সহ বিশিষ্ট ব্যক্তিত্বও বার্তা পাঠিয়েছেন ওই সম্মেলন উপলক্ষে। তাঁদের ভিডিও-বার্তা সামাজিক মাধ্যমে দিয়ে আম জনতার সঙ্গে সংযোগ বাড়াতে চাইছে ডিওয়াইএফআই। দেশ জুড়ে কর্মসংস্থানের বেহাল দশা, গণতন্ত্র রক্ষা ও সাম্প্রদায়িকতার প্রতিবাদ এ বারের সম্মেলনের মূল প্রতিপাদ্য। ডানকুনি স্পোর্টিং ক্লাবের মাঠে ৩০ তারিখ সম্মেলন উপলক্ষে সমাবেশে প্রধান বক্তা সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy