বামেদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেনা অস্ত্র ‘৩৪ বছর’। বিজেপি এবং তৃণমূলের মোকাবিলায় সেই ‘৩৪ বছর’ অস্ত্রই এ বার পাল্টা ব্যবহার করল বামেরা! জ্যোতি বসুর নেতৃত্বে বাংলায় প্রথম বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা হয়েছিল ১৯৭৭ সালের ২১ জুন। সেই দিনটিকে স্মরণে রেখেই বিভিন্ন ক্ষেত্রে বাম সরকারের কাজের তথ্য-পরিসংখ্যান প্রকাশ করে বর্তমান শাসকদের কাজে জবাবদিহি চেয়েছেন সিপিএম নেতৃত্ব। যেমন, ১৯৯৮ থেকে ২০১১ পর্যন্ত প্রতি বছর কত শিক্ষক নিয়োগ হয়েছিল, তার তালিকা দিয়ে ২০১২ থেকে ২০১৮ পর্যন্ত সময়ে শিক্ষক নিয়োগের হিসেব চাওয়া হয়েছে। ধর্মনিরপেক্ষতা রক্ষার জন্য বাম সরকার কী ভাবে সক্রিয় ছিল, তার নমুনা তুলে ধরা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র থেকে কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী— সকলেরই বক্তব্য, ‘৩৪ বছরের গর্ব’ সামনে রেখেই তাঁরা মানুষকে বোঝাতে চান, আসলে কেমন পরিবর্তন বাংলায় হয়েছে!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy