দু’টি মামলা। আর তার জেরেই নাজেহাল রেল বোর্ড। একটি মামলায় আটকে রয়েছে রেলের একাধিক জোনে জেনারেল ম্যানেজার (জিএম) নিয়োগ। দ্বিতীয় মামলায় আপাতত স্থগিত রেলের ডিভিশনাল রিজিওনাল ম্যানেজার (ডিআরএম) পদে উন্নতিও।
রেল সূত্রের খবর, গত বছর নভেম্বরে পদোন্নতি নিয়ে এক রেল অফিসার মামলা করেছিলেন। তারই ভিত্তিতে রেলকে জিএম পদে নিয়োগ আপাতত স্থগিত রাখার নির্দেশ দেয় আদালত। এ মাসেই ওই মামলার শুনানি রয়েছে। এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে জিএম-এর শূন্য পদগুলিতে আপাতত অস্থায়ী অফিসার এনে কাজ চালানোর ব্যবস্থা করছে রেল বোর্ড। যেমন, সম্প্রতি অবসর নেওয়ায় পূর্ব রেলের জিএম-এর পদটি এখন অস্থায়ী ভাবে সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার আশিসকুমার গয়ালকে। রেল সূত্রের খবর, উত্তর-পূর্ব সীমান্ত রেল, পূর্ব রেল, বডোদরা রেলওয়ে অফিসার ট্রেনিং ইনস্টিটিউট-সহ আরও দু’টি জোনে এখন জেনারেল ম্যানেজার পদের কাজ চালাচ্ছেন অস্থায়ী অফিসারেরা।
কিছু দিন আগে রেল বোর্ড বিজ্ঞপ্তি জারি করে জানায়, কোনও অফিসারের বাহান্ন বছর বয়স হলে তিনি আর ডিআরএম হতে পারবেন না। তারই প্রতিবাদে করা হয় দ্বিতীয় মামলাটি। তাতেই ঝুলে রয়েছে ডিআরএম পদে উন্নতিও। নতুন ডিআরএম না এলে ছাড়া যাবে না পুরনো ডিআরএম-কেও। ফলে ডিআরএম-দের অনেকের দু’বছরের মেয়াদ পেরিয়ে গেলেও এক রকম বাধ্য হয়ে তাঁরা সামলে যাচ্ছেন পদটি।
বর্তমান পরিস্থিতি যাচাই করে রেল কর্তাদের মন্তব্য, সামনে রেল বাজেট, তার পরেই শুরু হবে নতুন আর্থিক বর্ষের কাজ। এমত অবস্থায় জেনারেল ম্যানেজার ও ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের মতো পদে স্থায়ী ভাবে অফিসার না দিতে পারলে আখেরে ক্ষতি হবে রেলের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy