Advertisement
২২ নভেম্বর ২০২৪
Coronavirus in West Bengal

Covid-19: স্বাস্থ্যভবনের ৫০ কর্মী আক্রান্ত, এনআরএস-এর শতাধিক, নাইসেড-এর ডিরেক্টরও সংক্রমিত

চিত্তরঞ্জন সেবাসদন হাসপাতালে বুধবার ৬২ জন চিকিৎসক, ২০ জন নার্স-সহ মোট ১০৩ জন কর্মীর করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২২ ২০:৫৫
Share: Save:

প্রায় প্রতিদিনই কলকাতার একের পর এক হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা করোনায় আক্রান্ত হচ্ছেন। বাদ পড়ছেন না স্বাস্থ্য দফতরের কর্তারাও। বুধবার স্বাস্থ্যভবনের ৫ আধিকারিক-সহ ৫০ জন কর্মীর কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে বলে সরকারি সূত্রের খবর।

আক্রান্তদের তালিকায় রয়েছেন করোনাভাইরাস সংক্রান্ত অন্যতম গবেষণা সংস্থা ‘নাইসেড’ (ন্যাশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিজেস)-এর প্রধান শান্তা দত্ত। তিনি বলেন, ‘‘এই নিয়ে দ্বিতীয়বার করোনাভাইরাস সংক্রমিত হলাম। প্রথম বার হয়েছিলাম টিকা নেওয়ার আগে।’’

শহরের এক ডজনেরও বেশি সরকারি-বেসরকারি হাসপাতালের কয়েকশ চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী ইতিমধ্যেই সংক্রমিত হয়েছে করোনাভাইরাসে। চিত্তরঞ্জন সেবাসদন হাসপাতালে বুধবার ৬২ জন চিকিৎসক, ২০ জন নার্স-সহ ১০৩ জনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। ওই হাসাপাতালে যাতে চিকিৎসা পরিষেবা ব্যাহত না হয়, সে জন্য ৮ জন চিকিৎসককে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্যভবন।

এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ-সহ শতাধিক শিক্ষক, চিকিত্সক, ছাত্র, নার্স, স্বাস্থ্যকর্মীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। বুধবার এনআরএস-এর রোগী-সহ মোট ৩৬০ জনের নমুনা পরীক্ষা হয়ছিল। তার মোধ্য ১৭৮টির রিপোর্ট পজিটিভ এসেছে। অর্থাৎ, সংক্রমণের হার প্রায় ৫০ শতাংশ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy