নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব রাজীব সিংহ।
রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছে ঠিকই, কিন্তু তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়নি— শনিবার নবান্নের সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন মুখ্যসচিব রাজীব সিংহ। তাঁর মতে, আতঙ্কিত হওয়ার মতো কোনও পরিস্থিতি রাজ্যে তৈরি হয়নি। রাজ্যবাসীকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে রাজীবের আশ্বাস— এর থেকে খারাপ পরিস্থিতি হলেও, তা মোকাবিলার জন্য রাজ্য সরকার তৈরি রয়েছে।
মুখ্যসচিব এ দিন বলেন, ‘‘আনলক শুরু হওয়ার সময় থেকেই ধরে নেওয়া হয়েছিল, সংক্রমণের সংখ্যা বাড়বে। সেটাই স্বাভাবিক। তার সঙ্গে দৈনিক কোভিড পরীক্ষা বৃদ্ধি হচ্ছে। ফলে সংক্রমণও ধরা পড়ছে বেশি।’’ রাজ্যে এই মুহূর্তে আক্রান্ত ১৫ হাজার মানুষের মধ্যে ৭২ শতাংশই উপসর্গহীন ছিলেন বলে মনে করিয়ে দেন তিনি।
দৈনিক নতুন সংক্রমণের সংখ্যা যে ভাবে বাড়ছে, তাতে রাজ্যে কোভিড চিকিৎসা বড়সড় সঙ্কটে পড়তে চলেছে কি না, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন অনেকেই। এ বিষয়ে রাজ্যবাসীকে আশ্বস্ত করে মুখ্যসচিবের দাবি, “কোভিডের থেকে বেশি স্পিড আমাদের।” সরকার যেমন পরিস্থিতি তৎপর, বেসরকারি ক্ষেত্রেও তৎপরতা বাড়ছে। পরিস্থিতি যাই হোক, তা সামলানোর জন্য তৈরি হয়েছে রাজ্য সরকার, এমনটাই বলেন রাজীব। এই মুহূর্তে সরকারি হাসপাতালে ১১ হাজার বেড এবং এর বাইরে ৬ হাজার সেফ হোম বেড তৈরি রয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: সংস্কৃত পড়তে পড়তে উধাও... প্রজ্ঞা থেকে নব্য জেএমবি-নেত্রী আয়েশা!
রাজ্যে কনটেনমেন্ট জোনের বাইরে লকডাউন চাপানোর কোনও পরিকল্পনাও এই মুহূর্তে সরকারের নেই, এ কথাও জানিয়ে দেন মুখ্যসচিব। তিনি বলেন, “এখনই এমন কোনও পরিস্থিতি নেই। ফলে এমন কিছু ভাবছি না।” তাঁর কথায়, রাজ্যে কোভিড চিকিত্সার গুণগত মানের উপর আরও বেশি জোর দেওয়া হচ্ছে। সিনিয়র ডাক্তারদের নিয়ে প্রোটোকল ম্যানেজমেন্ট টিম কাজ করছে ২ সপ্তাহ ধরে। বিভিন্ন হাসপাতালে ঘুরে ঘুরে এই টিম অবস্থা পর্যালোচনা করছেন এবং জরুরি থেকে দীর্ঘমেয়াদি পরামর্শ দিচ্ছেন।
রাজ্যে মৃত্যুর হার কমার প্রসঙ্গও এ দিন তুলেছেন রাজীব সিংহ। একটা সময় জাতীয় গড়ের থেকে অনেকটা উপরে ছিল রাজ্যে মৃত্যুর হার। এখন তা কাছাকাছি চলে এসেছে। রাজীব বলেন, “রাজ্যে এখন মৃত্যুর হার ২.৭ শতাংশ। জাতীয় গড় ২.৫ শতাংশ।”
আরও পড়ুন: কোন মাস্ক পরবেন? ক’দিন পরবেন? কী ভাবে ব্যবহার করবেন?
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র গাইডলাইন মেনে রাজ্যে এখন প্রতিদিন, প্রতি ১০ লক্ষ জনসংখ্যা পিছু অন্তত ১৪০ জনের কোভিড টেস্ট হচ্ছে বলেও জানান মুখ্যসচিব। তিনি বলেন, ‘‘এই মুহূর্তে সংখ্যাটা ১৪৪।’’ এটা ২৭৫-এ তুলে আনা সরকারের লক্ষ্য— বলেন মুখ্যসচিব।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy