Advertisement
২৫ নভেম্বর ২০২৪
Coronavirus

করোনার সংক্রমণ বাড়ল স্বাস্থ্য ভবনে

সোমবার স্বাস্থ্য ভবনে র‌্যাপিড অ্যান্টিজেন কিটের মাধ্যমে প্রায় শতাধিক কর্মী-আধিকারিকের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে অন্তত চার জনের রিপোর্ট পজ়িটিভ এসেছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ জুলাই ২০২০ ০৪:০৭
Share: Save:

সারা রাজ্যে আক্রান্ত-মৃত্যুর সূচক যখন ঊর্ধ্বমুখী, সংক্রমণের হানা থেকে বাদ গেল না স্বাস্থ্য ভবনও। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, কোভিড ‘কনট্যাক্ট ট্রেসিং সেল’এর এক পদস্থ আধিকারিক-সহ স্বাস্থ্য ভবনের অন্তত ৯ জন কর্মীর আরটি-পিসিআরে করোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে। ‘কনট্যাক্ট ট্রেসিং সেলে’র পদস্থ এক আধিকারিক আক্রান্ত হওয়ার প্রেক্ষিতে শনিবার ১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। স্বাস্থ্য দফতরের খবর, ১৫ জনের মধ্যে ৪ জন মেডিক্যাল অফিসারের দেহে ভাইরাসের অস্তিত্ব মিলেছে। আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে একটি সূত্রের খবর। এই আবহে সোমবার স্বাস্থ্য ভবনে র‌্যাপিড অ্যান্টিজেন কিটের মাধ্যমে প্রায় শতাধিক কর্মী-আধিকারিকের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে অন্তত চার জনের রিপোর্ট পজ়িটিভ এসেছে। সেই তালিকায় এক পদস্থ কর্তার চালক, আর এক পদস্থ কর্তার রক্ষী এবং এক চিকিৎসক রয়েছেন বলে খবর।

স্বাস্থ্য দফতরের করোনা বুলেটিন অনুযায়ী, এ দিন রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৬১ জন। রবিবারের তুলনায় আক্রান্তের সংখ্যা (৮৯৫) কমলেও গত ২৪ ঘণ্টায় মৃত্যুর রেকর্ড অব্যাহত রয়েছে। রবিবার এক দিনে করোনা পজ়িটিভ মৃত্যুর সংখ্যা ছিল ২১ জন। এ দিন বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২২ জনের মৃত্যু হয়েছে যা এ পর্যন্ত সর্বোচ্চ। মৃতদের মধ্যে ১০ জন কলকাতার বাসিন্দা, সাত জনের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলায়। দক্ষিণ ২৪ পরগনায় এক জন এবং নদিয়া জেলার বাসিন্দা তিন জনের গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে। এক দিনে রাজ্যে মোট আক্রান্তের মধ্যে শীর্ষে থাকার ধারাবাহিকতা কলকাতা এ দিনও শুধু বজায় রাখেনি, গত ২৪ ঘণ্টায় পুর এলাকার আক্রান্তের সংখ্যা (২৮১) তিনশোর কাছাকাছি পৌঁছে গিয়েছে। কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর প্রধান ফিরহাদ হাকিম জানান, কলকাতায় আক্রান্তদের মধ্যে বেশির ভাগ বহুতলের বাসিন্দা। পুরকর্মীদের বেশির ভাগ বহুতলে ঢুকতে দেওয়া হচ্ছে না বলেও জানান তিনি।

এ দিন সংক্রামক রোগের চিকিৎসায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করার কথা নবান্নে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে অন্যতম হল, বেলেঘাটা আইডি হাসপাতালকে সংক্রামক রোগের চিকিৎসায় ‘উৎকর্ষ কেন্দ্র’ হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত।

বঙ্গে আক্রান্ত ২২,৯৮৭

অ্যাক্টিভ রোগী ৬৯৭৩

২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৬১

২৪ ঘণ্টায় মৃত ২২

মোট মৃত ৭৭৯

কো-মর্বিডিটির কারণে মৃত ৬১৩

(সূত্র: রাজ্য সরকার)

এ ছাড়া তিনি জানান, স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে সংক্রামক রোগের জন্য ‘অ্যাডভান্সড মাইক্রোবায়োলজি’ বিভাগ তৈরি করে সেখানে গবেষণা এবং পড়াশোনার কাজে ছ’টি আসন তৈরি করা হবে। কলকাতা মেডিক্যাল কলেজে প্লাজমা ব্যাঙ্ক হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: ভবানীপুর, বাগবাজার নিয়ে চিন্তায় পুলিশকর্তারা

এরই মধ্যে এ দিন স্বাস্থ্য ভবনের আবহ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। গত সপ্তাহে স্বাস্থ্য ভবনের কুষ্ঠ সেলের এক কর্মী করোনায় আক্রান্ত হন। এর পর স্বাস্থ্যসাথী বিল্ডিংয়ে চার জনের আক্রান্ত হওয়ার খবর মেলে। এ দিন সকালে জানা যায়, স্বাস্থ্য ভবনের কোভিড কনট্যাক্ট সেলের এক পদস্থ আধিকারিকও করোনার শিকার হয়ে হাসপাতালে। করোনা কন্ট্রোল রুম, আক্রান্তের সংস্পর্শে আসা ব্যক্তিদের খোঁজ, আক্রান্তদের হাসপাতালে ভর্তি করানোর প্রশ্নে গত সাড়ে তিন মাসের বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে ‘কোভিড কনট্যাক্ট সেল’। স্বাস্থ্য দফতরের কর্মীদের একাংশের বক্তব্য, সেই সেলের গুরুত্বপূর্ণ আধিকারিক আক্রান্ত হওয়ায় স্বাস্থ্য ভবনের আরও অনেক আধিকারিক-কর্মী নজরদারির তালিকায় চলে আসেন। স্বাস্থ্য ভবনের সংক্রমণের হানা প্রসঙ্গে কর্মীদের একাংশের বক্তব্য, আধিকারিক-কর্মীরা কী ভাবে সংক্রমিত হলেন, তা নিশ্চিত ভাবে বলা সম্ভব নয়। তবে যে বাসে কর্মীরা যাতায়াত করছেন, সেগুলি ঠিকমতো জীবাণুমুক্ত করা হচ্ছে না বলে অভিযোগ কর্মীদের একাংশের। স্বাস্থ্য দফতরের এক শীর্ষকর্তা অবশ্য জানান, আতঙ্কের কিছু নেই। স্বাস্থ্য ভবন নিয়মিত জীবাণুমুক্ত করা হচ্ছে।

আরও পড়ুন: নারাজ বিমা সংস্থা, রোগীর ঘাড়েই করোনা-সরঞ্জামের খরচ

আক্রান্তের সংখ্যার নিরিখে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনাও উল্লেখযোগ্য। সেখানকার মেডিসিনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদমর্যাদার এক চিকিৎসকের আক্রান্তের খবর রবিবারই মিলেছিল। এ দিন সাইকায়াট্রি বিভাগের প্রধানের পাশাপাশি ১৪ জন রোগীর আক্রান্তের খবর মিলেছে। এনআরএস সূত্রে খবর, মেডিসিন, সার্জারি, স্ত্রীরোগ এবং বক্ষরোগ বিভাগের রোগীদের ভর্তি করানোর আগে পরীক্ষা করানো হয়। সেখানে পজিটিভ আসে। কলকাতা মেডিক্যাল কলেজের কার্ডিয়োলজির এক চিকিৎসক আক্রান্ত বলেও খবর।

অন্য বিষয়গুলি:

Coronavirus West bengal health department
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy