জেলায় জেলায় কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কগুলি আর বাতিল পাঁচশো বা হাজার টাকার নোট নিতে পারবে না। নরেন্দ্র মোদী সরকারের এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানাতে রাজ্যের সমবায়সচিব দিল্লি যাচ্ছেন। বুধবার মহাজাতি সদনে পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ইউনিয়নের এক অনুষ্ঠানে ওই কথা জানান রাজ্যের সমবায়মন্ত্রী অরূপ রায়। তাঁর প্রশ্ন, সরকারি ও বিভিন্ন বেসরকারি ব্যাঙ্কের মতো একই ধরনের অনুমতি নিয়ে দেশে নানা ধরনের সমবায় ব্যাঙ্ক খোলা হয়েছে। তা হলে তারা ওই সব বাতিল নোট নিতে পারবে না কেন? সমবায়-কর্তাদের অভিযোগ, ধান তোলা ও বিক্রি এবং তৈলবীজ বোনার এই মরসুমে সমবায় ব্যাঙ্কগুলি না-চললে গ্রামীণ অর্থনীতি পঙ্গু হয়ে পড়বে। মন্ত্রীর অভিযোগ, এখন টাকার জোগান কম থাকায় চাষিদের পণ্য কম দামে অর্ধেক বিক্রি হলেও বাকিটা ফেলে দিতে হচ্ছে। দু’দিক থেকেই মার খাচ্ছেন চাষিরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy