Advertisement
২৩ অক্টোবর ২০২৪
West Bengal By-Election 2024

রাজ্যের ছ’টি বিধানসভা আসনের উপনির্বাচনে একা লড়ছে কংগ্রেস, প্রার্থীদের নাম ঘোষণা এআইসিসির

পঞ্জাবের চারটি বিধানসভা আসনেও কংগ্রেস প্রার্থীদের নাম ঘোষণা করেছেন বেণুগোপাল। প্রসঙ্গত, এ বারের উপনির্বাচনে বামফ্রন্টের তরফে নৈহাটি আসনটি সিপিআইএমএল (লিবারেশন)-কে ছাড়া হয়েছে।

—প্রতীকী চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ২৩:১৯
Share: Save:

সমঝোতা ভেঙে বামেরা একতরফা ভাবে প্রার্থী ঘোষণা করেছিল সোমবার। এই পরিস্থিতিতে কংগ্রেস মঙ্গলবার রাজ্যের ছ’টি বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করে দিল।

কোচবিহারের সিতাইয়ে হরিহর রায় সিংহ, আলিপুরদুয়ারের মাদারিহাটে (এসটি) বিকাশ চম্প্রমারি, উত্তর ২৪ পরগনার নৈহাটিতে পরেশনাথ সরকার এবং হাড়োয়ায় হাবিব রেজা চৌধুরী, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর বিধানসভা আসনে শ্যামলকুমার ঘোষ, বাঁকুড়ার তালড্যাংরায় তুষারকান্তি সন্নিগ্রাহী উপনির্বাচনে ‘হাত’ প্রতীকে লড়বেন বলে এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

এর পাশাপাশি পঞ্জাবের চারটি বিধানসভা আসনেও কংগ্রেস প্রার্থীদের নাম ঘোষণা করেছেন বেণুগোপাল। প্রসঙ্গত, এ বারের উপনির্বাচনে বামফ্রন্টের তরফে নৈহাটি আসনটি সিপিআইএমএল (লিবারেশন)-কে ছাড়া হয়েছে। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) মঙ্গলবার বিকেলে হাড়োয়া বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করে জানিয়েছে, বামফ্রন্টের সমর্থনে ওই আসনটিতে তারা লড়বে। লোকসভায় বামেদের সঙ্গে এ রাজ্যে কংগ্রেসের আসন সমঝোতা হলেও তাতে শামিল হয়নি লিবারেশন এবং আইএসএফ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE