Advertisement
১০ নভেম্বর ২০২৪
News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ৮

বিচারপতি গঙ্গোপাধ্যায়কে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি। কুন্তল, তাপস, নীলাদ্রিদের আদালতে হাজিরা। ইডেনে নাইটদের সামনে নামছে হার্দিকের গুজরাত। বেঙ্গালুরুতে প্রধানমন্ত্রী মোদীর ‘রোড শো’।

Justice Abhijit Gangopadhyay.

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৩ ০৭:২৫
Share: Save:

বিচারপতি গঙ্গোপাধ্যায়কে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি

শুক্রবার নিয়োগ দুর্নীতির নির্দিষ্ট মামলা থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আবার ওই দিনই শীর্ষ আদালত থেকে রাত ১২টার মধ্যে হলফনামার প্রতিলিপি তলব করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। রাতে কোর্ট বসিয়ে তার উপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। আজ, শনিবার নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে।

কুন্তল, তাপস, নীলাদ্রিদের আদালতে হাজিরা

নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষ, তাপস সাহা এবং নীলাদ্রি দাসকে গ্রেফতার করা হয়েছিল। আজ তাঁদের আদালতে হাজির করানো হবে। নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে।

আইপিএল

আজ আইপিএলে জোড়া ম্যাচ রয়েছে। বিকেল সাড়ে ৩টে নাগাদ কলকাতার ইডেনে নাইটদের সামনে নামছে হার্দিকের গুজরাত। এ ছাড়া সন্ধ্যা সাড়ে ৭টা থেকে দিল্লি এবং হায়দরাবাদের খেলা রয়েছে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

বেঙ্গালুরুতে প্রধানমন্ত্রী মোদীর ‘রোড শো’

সামনেই রয়েছে কর্নাটক বিধানসভার নির্বাচন। ওই নির্বাচনকে সামনে রেখে আজ বেঙ্গালুরুতে ‘রোড শো’ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ নজর থাকবে ওই খবরের দিকে।

জলপাইগুড়িতে অভিষেকের ‘জনসংযোগ যাত্রা’

আজ জলপাইগুড়িতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জনসংযোগ যাত্রা’ রয়েছে। সকাল ১০টা নাগাদ তাঁর যাত্রা শুরু হবে।

রাজ্যে কোথায় কোথায় বৃষ্টি, পূর্বাভাস কী?

আজ রাজ্যে তাপমাত্রা কম থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হালকা ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতার আকাশ মেঘলা থাকবে। উত্তরবঙ্গে আবহাওয়া আগামী ক’দিন আবহাওয়া মেঘলা থাকবে। এই অবস্থায় আজ নজর থাকবে আবহাওয়া সংক্রান্ত খবরের দিকে।

নিয়োগ বিতর্ক এবং ইডি-সিবিআই তদন্ত

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত জারি রেখেছে সিবিআই এবং ইডি। জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছে সিবিআই। অয়ন শীলের ২০০ কোটি টাকার আর্থিক লেনদেনের তদন্তও শুরু করেছে ইডি। নজর থাকবে এই খবরের দিকে।

দেশের কোভিড পরিস্থিতি

দেশে বাড়ছে করোনা সংক্রমণ। গত কয়েক দিন ধরে দৈনিক সংক্রমণের সংখ্যা কয়েক হাজারে পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, মহারাষ্ট্র এবং দিল্লির মতো এ রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের হার অনেকটাই বেশি। বাংলাতেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই অবস্থায় মানুষজনকে যতটা সম্ভব ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য দফতর। আজ নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE