Advertisement
০৬ নভেম্বর ২০২৪

১০০ দিনের কাজে আধার কার্ড, আপত্তি মমতার

শুধু জব কার্ড থাকলেই হবে না, এ বার থেকে ১০০ দিনের কাজ পেতে হলে আধার কার্ডও থাকতে হবে। কেন্দ্রীয় সরকার জব কার্ডধারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অগস্টের মধ্যেই আধার নম্বর যুক্ত করার নির্দেশ দিয়েছে। যা নিয়ে শুরু হয়েছে টানাপড়েন।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ জুন ২০১৬ ০৪:২৭
Share: Save:

শুধু জব কার্ড থাকলেই হবে না, এ বার থেকে ১০০ দিনের কাজ পেতে হলে আধার কার্ডও থাকতে হবে। কেন্দ্রীয় সরকার জব কার্ডধারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অগস্টের মধ্যেই আধার নম্বর যুক্ত করার নির্দেশ দিয়েছে। যা নিয়ে শুরু হয়েছে টানাপড়েন। কারণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই প্রস্তাব মানতে নারাজ।

বুধবার নবান্নে মমতা জানান, সকলকে আধার কার্ড দেওয়ার পরেই ১০০ দিনের কাজ পেতে ওই কার্ড থাকা বাধ্যতামূলক করুক কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এ রাজ্যের ৬০-৬৫% নাগরিক আধার কার্ড পেয়েছেন। বাকিরা তো পাননি। এ নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখব।’’

কিন্তু তাতেও সুরাহা হবে বলে মনে করছেন না পঞ্চায়েত দফতরের কর্তারা। কারণ, ৯ মে মোদী ১০০ দিনের কাজের প্রকল্পের পর্যালোচনা করেন। সেখানেই জব কার্ডধারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর বাধ্যতামূলক ভাবে যুক্ত করার সিদ্ধান্ত হয়। দফতরের এক কর্তা জানান, রান্নার গ্যাসের ভর্তুকির ক্ষেত্রে আধার কার্ড যুক্ত করার পর কয়েক হাজার কোটির সাশ্রয় হয়েছে। ১০০ দিনের কাজের ক্ষেত্রেও বহু ভুয়ো মাস্টার রোল তৈরি করে মজুরির টাকা বেহাত বা চুরি হয়ে যায়। তা ঠেকাতেই এ বার প্রধানমন্ত্রী আধার কার্ডের নম্বর ১০০ দিনের কাজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত।

পঞ্চায়েত দফতর সূত্রের খবর, রাজ্যে ১ কোটি ৩৪ লক্ষ জব কার্ডধারী আছেন, যাঁরা ১০০ দিনের কাজ করেন। তাঁদের মধ্যে ২৮% কাজপ্রাপকের আধার নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুক্ত হয়েছে। অগস্টে এই কাজ বাধ্যতামূলক করতে হলে রাজ্যে ১০০ দিনের কাজ বন্ধ হতে পারে।

তাই মমতা মোদীর কাছে এ বিষয়ে চিঠি লেখে হস্তক্ষেপ করার কথা বলেছেন। শুধু আধার কার্ডই নয়, গত বছরের যে সব কাজ শুরু হয়েছিল তার বড় অংশ শেষই হয়নি, সেই কাজও শেষ করার নির্দেশ দিয়েছেন মোদী। জব কার্ড নিয়েও যে অভিযোগ উঠছে সে জন্য সমস্ত কাজ প্রাপকের কার্ড ফের খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে কেন্দ্র। এই দুই শর্ত মেনে নিলেও আধার কার্ড না থাকলে মজুরি বিলি বন্ধের সিদ্ধান্ত এখনই মানতে নারাজ রাজ্য।

অন্য বিষয়গুলি:

Adhar Card Mamata Banerjee 100days work
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE