ময়দানের মধ্যে দিয়ে মিছিল করে শেষ পর্যন্ত নিউ সেক্রেটারিয়েট ভবনে শ্রম দফতরে পৌঁছল সিটু। সাম্প্রতিক কালের মধ্যে এই প্রথম বার শ্রমমন্ত্রী মলয় ঘটকও তাদের প্রতিনিধিদলের সঙ্গে দেখা করে দাবি-দাওয়া বিবেচনার আশ্বাস দিলেন। রানি রাসমণি অ্যাভিনিউয়ে বুধবার জমায়েত করেছিল সিটু। তার পর সেখান থেকে ময়দানের মধ্যে দিয়ে সিএবি-র সামনে বেরিয়ে বাবুঘাট হয়ে মিছিল যায় নিউ সেক্রেটারিয়েটে। বাবুঘাট থেকে আরও এক দল সমর্থক মিছিল নিয়ে সামিল হন ‘শ্রম দফতর অভিযানে’। পুলিশ এ বার সংঘাতের পরিবেশ তৈরি করেনি। সিটু নেতারাও বলেছিলেন, পুলিশ বাধা না দিলে তাঁরা নিজে থেকে ১৪৪ ধারা ভাঙবেন না। সিটুর রাজ্য সভাপতি সুভাষ মুখোপাধ্যায় পরে বলেন, ‘‘আমরা বলেছিলাম, শ্রম দফতরে আমরা যাবই। শ্রমিকদের চাপেই শ্রমমন্ত্রী দেখা করে কথা বলতে বাধ্য হয়েছেন। এটা আমাদের প্রাথমিক জয়।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy