ফাইল চিত্র।
শীতলখুচি কাণ্ডে সিট গঠন করার পরেই ঘটনার তদন্তকারী অফিসার ও মাথাভাঙা থানার অফিসার ইনচার্জকে তলব করেছিল সিআইডি। এ বার তলব করা হল ২ অফিসার-সহ কেন্দ্রীয় বাহিনীর ৬ জওয়ানকে। মঙ্গলবার তাঁদের ভবানীভবনে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে সিআইডি।
সিআইডি সূত্রে খবর, শীতলখুচির জোরপাটকির যে বুথের বাইরে গুলি চলেছিল, সেখানে কর্তব্যরত ছিলেন ওই ৬ জওয়ান। তাঁদের মধ্যে একজন ডেপুটি কমান্ড্যান্ট ও একজন ইনস্পেক্টরও রয়েছেন। কী কারণে তাঁরা গুলি চালিয়েছিলেন, সেই বিষয়ে জওয়ানদের জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি-র বিশেষ দল। সূত্রের খবর, তলবের পরে ওই জওয়ানরা ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন করলে তা খারিজ করে দেওয়া হয়।
এর আগে তদন্তকারী অফিসার ও মাথাভাঙা থানার অফিসার ইনচার্জ ছাড়াও আরও ২ অফিসারকে তলব করেছিল সিআইডি। তাঁরা হলেন মাথাভাঙা থানার এএসআই সুব্রত মণ্ডল ও রাফা বর্মন। ঘটনার দিন সুব্রত কুইক রেসপন্স টিম ও রাফা সেক্টর অফিসারের দায়িত্বে ছিলেন। তাই তাঁদেরকেও তলব করে তদন্তকারী সংস্থা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy