কেশপুরের সভায় শুভেন্দু অধিকারী। —নিজস্ব চিত্র।
কেশপুরের জনসভা থেকে ‘পরিবর্তন’-এর ‘পরিবর্তন’করার আহ্বান জানালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার কেশপুরের আনন্দপুরে দলীয় কর্মসূচিতে যোগ দেন তিনি। শুভেন্দুর অভিযোগ, গত ১০ বছর এলাকায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি। এ নিয়ে কটাক্ষও করেন তিনি। বৃহস্পতিবার তৃণমূলনেত্রীকে নিশানা করে শুভেন্দু বলেন, ‘‘ভোট এলেই ওঁর (মমতা বন্দ্যোপাধ্যায়) দেখা পাওয়া যায়। কিন্তু ভোটের পর ভোকাট্টা হয়ে যায়। মুখ্যমন্ত্রীর মুখ এই ১০ বছরে কেশপুরের মাটিতে কেউ দেখেছেন? লকডাউনের সময় বিধায়ক, সাংসদদের দেখা পাওয়া যায়নি।’’ এর পরই জনপ্রিয় গানের দু’কলি উদ্ধৃত করে কটাক্ষের সুরে বলেন, ‘‘তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই ।’’ তৃণমূলকে ‘পরিযায়ী দল’ বলেও আখ্যা দিয়েছেন শুভেন্দু।
গত বিধানসভা উপনির্বাচনে খড়্গপুর কেন্দ্রে তৃণমূলের জয়ের পিছনে তাঁর নিজের ভুমিকার কথা ঠারেঠোরে বোঝানোর চেষ্টা করেছেন শুভেন্দু। সেই সঙ্গে তাঁর চ্যালেঞ্জ, ‘‘এ বার গো হারান হারিয়ে দেব।’’বেকারত্ব রাজ্যকে বিঁধেছেন শুভেন্দু। তাঁর দাবি, ‘‘কেশপুর থেকেই প্রায় ১০ হাজার মানুষ ভিনরাজ্যে কাজে যান।’’ পরিযায়ী শ্রমিকদের কাছে তৃণমূলকে ভোট না দেওয়ার আবেদন জানিয়েছেন ওই বিজেপি নেতা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy