Advertisement
০৩ নভেম্বর ২০২৪

পার্টি কংগ্রেসে পঞ্চায়েত প্রস্তাব

পাঁচ বছর আগে পঞ্চায়েত ভোটে নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তৎকালীন রাজ্য নির্বাচন কমিশনার।

নিজস্ব সংবাদদাতা
হায়দরাবাদ শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৮ ০৩:২৮
Share: Save:

বাংলায় মানুষকে সঙ্গে নিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়়ার ডাক এবং সুষ্ঠু ও অবাধ পঞ্চায়েত নির্বাচনের দাবি জানিয়ে প্রস্তাব নেওয়া হল সিপিএমের পার্টি কংগ্রেসে। শেষ দিনে প্রেসিডিয়ামের তরফে সভাপতি মানিক সরকারই ওই প্রস্তাব পেশ করেন। প্রস্তাবে বলা হয়েছে, বাম জমানায় বাংলার ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা গোটা দেশের কাছে দৃষ্টান্ত ছিল। কিন্তু এখন সেই গর্ব অস্তমিত। পঞ্চায়েতে দখলদারি ও লুঠের রাজত্ব চলছে বলে সিপিএমের অভিযোগ।

পাঁচ বছর আগে পঞ্চায়েত ভোটে নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তৎকালীন রাজ্য নির্বাচন কমিশনার। আর এ বার মনোনয়ন-পর্বেই শাসক দলের তাণ্ডবের জেরে বিরোধীদের আদালতে যেতে হয়েছে। মনোনয়ন জমা দেওয়ার সময়ে বিডিও এবং মহকুমা শাসকের দফতরও তৃণমূলের বাহিনী দখল করে নিয়েছে বলে প্রস্তাবে অভিযোগ করা হয়েছে। মানুষকে সঙ্গে নিয়ে এই পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানানো হয়েছে পার্টি কংগ্রেস থেকে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE