প্রস্তুতি প্রায় সারা। —নিজস্ব চিত্র।
দুর্গাপুজো-কালীপুজো পেরিয়ে থিমের ছোঁয়া এ বার সরস্বতী পুজো মণ্ডপে। শুধু শহর এলাকা নয়, গ্রামেও সরস্বতী পুজোতেও লেগেছে থিম পুজোর হিড়িক। কোথাও মণ্ডপে ফুটে উঠছে দেশাত্মবোধের কোলাজ, আবার কোথাও কাল্পনিক মন্দিরের আদল।
দুর্গাপুর স্টেশন লাগোয়া নেতাজি সুভাষপল্লির সরস্বতী পুজো এ বার ২২ বছরে পড়ল। গত বছর এই পুজো কমিটির বর্ণপরিচয়ের আদলে মণ্ডপ তৈরি করেছিল। ভিড় হয়েছিল ব্যাপক। এ বার তাদের থিম ‘স্বদেশ পরিচয়’। ভারত মাতার আদলে তৈরি হচ্ছে প্রতিমা। আয়োজকরা জানিয়েছেন, মণ্ডপের মধ্যে থাকছে অশোক চক্র ও ভারতের নানা প্রান্তের ছবি। আয়োজকদের পক্ষে সুশান্ত ভৌমিক বলেন, “সারা ভারতের ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে তুলে ধরার লক্ষ্যেই এই মণ্ডপ তৈরি করা হয়েছে।” দুর্গাপুরের অর্জুনতলা ছাতিমতলা কালচারাল ক্লাবের পুজোর বয়স এ বার ১৯ বছর। তাদের এ বারের মণ্ডপ ভাবনায় উঠে এসেছে নেতাজির ‘দিল্লি চলো’ ডাক। মণ্ডপের মধ্যে থাকছে নেতাজির মূর্তি। এখানেও সরস্বতী প্রতিমা তৈরি হয়েছে ভারতমাতার আদলে। থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজকদের পক্ষে অভিজিৎ দাস বলেন, “এ বার নেতাজির জন্মদিন ও প্রজাতন্ত্র দিবসের মধ্যে সরস্বতী পুজো পড়েছে। এই দিনগুলিতে মাথায় রেখেই আমরা মণ্ডপ তৈরি করেছি।” দুর্গাপুরের ভিড়িঙ্গী নিউ তরুণ সঙ্ঘের মণ্ডপও যথেষ্ট আকর্ষণীয়। এখানে থাকছে হস্তশিল্পের প্রদর্শনী এবং বসে আঁকো প্রতিযোগিতা। বুদবুদের সোঁয়াই কবিরাজ পাড়ার এ বারের সরস্বতী পুজোয় কাল্পনিক মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করা হয়েছে। এখানে প্রতিমার উচ্চতা হল ১২ ফুট। আয়োজকদের পক্ষে পার্থসারথি মণ্ডল জানান, পুজো উপলক্ষে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রস্তুতি সারা। এ বার সরস্বতী পুজোয় মাততে তৈরি শহর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy