কৃষি উন্নয়ন পরিচালন সমিতির নির্বাচন ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার নিল কালনায়। কালনা ১ ব্লকের রানিবন্ধ সমবায় কৃষি উন্নয়ন পরিচালন সমিতির ৬টি আসনের জন্য মোট ১২টি মনোনয়ন জমা দিয়েছে তৃণমূলেরই দু’টি গোষ্ঠী। এ দিকে ১৪ সেপ্টেম্বর ওই সমিতির নির্বাচন হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার বিকেলে মহকুমা পুলিশ প্রশাসন জানিয়ে দেয় উৎসবের মরসুম শুরু হয়ে যাওয়ায় ওই দিন পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব হবে না। ফলে আপাতত স্থগিত থাকছে এই নির্বাচন। এই সিদ্ধান্ত ঘিরেও তৃণমূলের অন্দরেই দেখা দিয়েছে বিতর্ক।
গুপ্তিপুর এবং রানিবন্ধ গ্রামের ৪৮০জন চাষিদের নিয়ে তৈরি ওই সমবায় সমিতির পূর্বতন বোর্ড ছিল তৃণমূলেরই। বছর দু’য়েক আগে ওই বোর্ডের মেয়াদ শেষ হয়ে যায়, কিন্তু লোকসভা ভোট সহ বিভিন্ন কারণে নির্বাচন না হওয়াই প্রশাসক দিয়েই কাজ চলছিল। সম্প্রতি ঠিক হয় সমবায়ের পরিচালন সমিতির নির্বাচন হবে। মনোনয়ন জমা দেওয়ার দিন ঠিক হয় ২০ ও ২১ অগস্ট। সমবায় সূত্রে জানা গিয়েছে ১২টি মনোনয়ন পত্র জমা পড়ে। তৃণমূলের একাংশের দাবি, তাঁদের দলেরই দু’টি গোষ্ঠী মনোনয়ন জমা দিয়েছে। অসীমকুমার ঘোষ, বিমল দাস, ভোলানাথ দাস, গণেশ মণ্ডল, যুগল কিশোর মণ্ডল এবং নুর আলি শেখ- এই ছ’জনর মনোনয়নকে ব্লক সভাপতির প্যাডে অনুমোদন দেওয়া হয়। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এঁদেরকে জেতানোর দায়িত্ব পড়ে জেলা পরিষদের সদস্য শান্তি চালের উপর। অন্যদিকে যে পঞ্চায়েত এলাকায় ওই সমবায় সমিতি, সেই কাকুরিয়া পঞ্চায়েতের সভাপতি তৃণমূল নেতা নিমাই ঘোষের গোষ্ঠীও পাল্টা ৬ জনের মনোনয়ন পত্র দাখিল করেন। এই ছ’জন হলেন বাবলু কর্মকার, দেবকুমার ঘোষ,কার্ত্তিক বাগ, কৌশিক বাগ, রমেন্দ্রনাথ ঘোষ এবং সুকুর আলি শেখ। ওই ছ’জনকে সমর্থন করেন কালনা ১ পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সোমা বর্মণ। এলাকায় তিনি শান্তিবাবুর বিরোধী বলেই পরিচিত।
এরপরেই প্রকাশ্যে চলে আসে শাসক দলের গোষ্ঠী কোন্দল। ব্লক সভাপতির অনুমোদিত প্রার্থীদের হয়ে এলাকায় প্রচার করে যান জেলা সভাপতি, মন্ত্রী স্বপন দেবনাথ। পাল্টা হিসেবে বৃহস্পতিবার নিমাইবাবু অনুগামীরা প্রায় শ’খানেক মোটরবাইক নিয়ে এলাকায় একটি মিছিল বের করেন। মিছিলে ছিলেন বেগপুর পঞ্চায়েতের তৃণমূল নেতা ইনসান মল্লিক। মিছিল শেষ হওয়ার পরই বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয় তৃণমূলের অন্দরে। শান্তিবাবু বলেন, “ দল ৬ জনকে প্রার্থী ঠিক করলেও দলেরই একাংশ বহিরাগত লোকজন নিয়ে এলাকায় ভয় দেখাচ্ছে। ব্লক সভাপতিকে পুরো বিষয়টি জানিয়েছি।” নিমাইবাবু জানান, এলাকার মানুষের সঙ্গে বৈঠক করে তাঁরা প্রার্থী ঠিক করেছেন। ওই প্রার্থীদের জেতানোর জন্যই ওই মিছিল করা হয়। পুরো বিষয়টি নিয়ে কালনা ১ ব্লকের সভাপতি উমাশঙ্কর সিংহ বলেন, “কেউ দলবিরোধী কাজ করলে তাঁর শাস্তি হবে।” দলীয় সূত্রের খবর এই পরিস্থিতিতে অশান্তির আশঙ্কায় পুলিশ আপাতত নির্বাচন স্থগিত রেখেছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy