মোটরবাইকের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। মঙ্গলবার, খণ্ডঘোষের মোগলমারি-বোঁয়াইচন্ডী রুটে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, ওই দিন রাত ন’টা নাগাদ পেশায় কাঠমিস্ত্রী গোবর্ধন মাথুর (৪৭) মোটরবাইকে করে তাঁর বাড়ি বোঁয়াইচণ্ডীতে ফিরছিলেন। মাঝপথে আচমকা তিনি একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারেন। আশপাশের লোকজন বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পথেই মারা যান গোবর্ধনবাবু।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy