Advertisement
০৫ নভেম্বর ২০২৪

অ্যাসিড আক্রান্তকে দেখতে এসে ক্ষোভ চাদর-বালিশ নিয়ে

পূর্বস্থলীর দামপালে অ্যাসিড হামলায় আক্রান্ত কিশোরীকে দেখতে এসে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ওয়ার্ডের সাফাই নিয়ে অসন্তোষ প্রকাশ করেলন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন সুনন্দা মুখোপাধ্যায়।

বর্ধমান মেডিক্যালে মহিলা কমিশনের প্রতিনিধি। নিজস্ব চিত্র।

বর্ধমান মেডিক্যালে মহিলা কমিশনের প্রতিনিধি। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৬ ০৩:০৭
Share: Save:

পূর্বস্থলীর দামপালে অ্যাসিড হামলায় আক্রান্ত কিশোরীকে দেখতে এসে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ওয়ার্ডের সাফাই নিয়ে অসন্তোষ প্রকাশ করেলন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন সুনন্দা মুখোপাধ্যায়। শুধু তাই নয়, কিশোরীর বিছানার চাদর, বালিশে নোংরা রয়েছে বলে কর্তব্যরত নার্সদের কাছে তিনি অভিযোগ করেন বলে হাসপাতাল সূত্রের খবর।

বৃহস্পতিবার দুপুরে সুনন্দাদেবী প্রথমে মেডিক্যালের সুপার উৎপল দাঁয়ের সঙ্গে দেখা করে কিশোরীর চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেন। এর পরে তাঁরা সুপারকে সঙ্গে নিয়ে বার্ন ওয়ার্ডে আক্রান্ত কিশোরীর সঙ্গে দেখা করেন। সূত্রের খবর, সেখানে গিয়েই হাসপাতাল সুপারের উপস্থিতিতে সুনন্দাদেবী কর্তব্যরত নার্সদের কিশোরীর বিছানার চাদর, বালিশ বদলে দিতে বলেন। হাসপাতাল সূত্রের খবর, এর পরেই বালিশ, চাদর বদলানো হয় এবং ওয়ার্ডে ঢোকা বহিরাগতদের জন্য কয়েক জোড়া নতুন চটিও নিয়ে আসা হয়।

বার্ন ওয়ার্ড থেকে বেরিয়েই বিভাগের সাফাই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সুনন্দাদেবী। তাঁর অভিযোগ, বিভাগের অনেক স্থানেই নোংরা, মাকড়সার ঝুল রয়েছে। দরজার সামনেই ডাঁই করে রাখা রয়েছে জুতো। সুনন্দাদেবীদের অভিযোগ, এর ফলে সংক্রমণ ছড়াতে পারে। হাসপাতাল সুপারের যদিও দাবি, ‘‘রোগীর চাপ খুব বেশি। তবু সব সময় সাফাইয়ে জোর দেওয়া হয়।’’

এ দিন হাসপাতালে দাঁড়িয়ে সুনন্দাদেবী বলেন, ‘‘অ্যাসিড হামলায় অভিযুক্তের কঠিন শাস্তি চাইছি। আক্রান্ত ও তার পরিবারের পাশে সকলকে দাঁড়াতে হবে।’’ এ দিন সুনন্দাদেবীর সঙ্গে ছিলেন সেচ্ছাসেবী সংস্থার দু’জন সদস্যও।

অন্য বিষয়গুলি:

Women Commission Acid Attacked
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE