লাইন: জল পেতে ভিড়। জয়দেব অ্যাভিনিউয়ে। নিজস্ব চিত্র
শেষ বার জল এসেছিল শনিবার সকালে। তবে অন্য দিনের থেকে কম। তার পর থেকে কার্য়ত নির্জলা দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের বিস্তীর্ণ অংশ। জলের জন্য হাহাকার শুরু হয়েছে এলাকায়।
ডিএসপি সূত্রে জানা গিয়েছে, গাঁধী মোড়ের কাছে জলের পাইপলাইনে ফাটল ধরেছে। সংস্থার মুখ্য জনসংযোগ আধিকারিক চিন্ময় সমাজদার জানান, তৎপরতার সঙ্গে পাইপলাইন মেরামতি করা হচ্ছে। রবিবার ট্যাঙ্কারে করে বেশ কিছু জায়গায় জল পাঠানো হয়েছে। সোমবার সকাল থেকে সরবরাহ স্বাভাবিক হবে বলে আশ্বাস সংস্থার।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রচণ্ড গরমে জলের এই অভাবে দুর্ভোগে পড়েছেন তাঁরা। হাসপাতাল রোডের বাসিন্দা প্রদীপ দত্ত বলেন, ‘‘তিন দিন ধরে জল নেই।’’ জয়দেব অ্যাভিনিউয়ের গীতা রায়ের কথায়, ‘‘ট্যাঙ্কারে করে জল পাঠানো হয়েছে। কিন্তু তা একেবারে কম।’’ জলের অভাবে সঙ্কটে পড়েন ডিএসপি হাসপাতাল কর্তৃপক্ষও। নেহরু স্টেডিয়ামে চলছে সেনাবাহিনীতে নিয়োগের পরীক্ষা। জলের অভাবে সমস্যায় পড়েন পরীক্ষার্থীরাও। তাঁদেরই এক জন, নদিয়ার বেথুয়াডহরির সম্রাট সাহা বলেন, ‘‘ট্যাঙ্কারে করে জল এসেছে। কিন্তু কাড়াকাড়ি করে নিয়ে নিয়েছে অনেকে।’’
ডিএসপি-তে সিটুর যুগ্ম সম্পাদক সৌরভ দত্ত বলেন, ‘‘সমস্যা চলছে প্রায় এক সপ্তাহ ধরে। তার আগে খাবারের জলের সঙ্গে নিকাশি নালার জল মিশে গিয়ে অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। ডিএসপি কর্তৃপক্ষের কাছে আমরা জলের সমস্যার স্থায়ী সমাধান দাবি করেছি।’’ পুরসভার ডেপুটি মেয়র অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ডিএসপি কর্তৃপক্ষ আমাদের কোনও আর্জি জানাননি। তা সত্ত্বেও মানুষের কথা ভেবে আমরা পুরসভার তরফে নেহরু স্টেডিয়াম-সহ নানা জায়গায় ট্যাঙ্কারে করে জল পাঠিয়েছি।’’
ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) শঙ্খ সাঁতরা রবিবার গাঁধী মোড়ে পাইপলাইন মোরামতি পরিদর্শনে যান। পরে তিনি বলেন, ‘‘পুরসভা ট্যাঙ্কারে করে জল পাঠিয়েছে। জেলাশাসক ডিএসপি-র সিইও-কে দ্রুত সমস্যা মেটানোর আর্জি জানিয়েছেন। প্রয়োজনে পুরসভা বা এডিডিএ মেরামতিতে সহযোগিতা করবে বলেও প্রস্তাব জেলাশাসকের।’’ তবে রবিবার রাত পর্যন্ত ডিএসপি-ই মেরামত করেছে। সংস্থা সূত্রে জানা গিয়েছে, তিনটি পাইপলাইনের একটি স্বাভাবিক হয়ে গিয়েছে। বাকি দু’টিও শীঘ্রই মেরামত হয়ে যাবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy