ইস্পাত কারখানায় দুর্ঘটনা। প্রতীকী ছবি।
বর্ধমানের একটি বেসরকারি ইস্পাত কারখানার ভাটিতে বিস্ফোরণের জেরে জখম হলেন দুই শ্রমিক। তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে ঝলসে গিয়েছে তাঁদের শরীর। বর্ধমান থানার দেওয়ানদিঘির একটি কারখানায় শুক্রবার গভীর রাতে দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ওই কারখানার কাজ চলাকালীন আচমকা প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে ভাটিতে। মুহূর্তেই আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। সেই আগুনে ঝলসে যান মোহন তিওয়ারি এবং আকাশ গুপ্ত নামে দুই শ্রমিক। দ্রুত তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত মোহন বলেন, ‘‘কোনও কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে ভাটিতে বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণে গুরুতর ভাবে জখম হই।’’
কারখানার রক্ষণাবেক্ষণ বিভাগের প্রধান নির্মল পোদ্দার বলেন, ‘‘ভাটিতে যে তরল থাকে তা কোনও কারণে জলের সংস্পর্শে আসায় এই বিস্ফোরণ ঘটেছে। ভাটিটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। আপাতত ওই বিভাগটি বন্ধ রাখা হয়েছে।’’ কারখানা সূত্রে আরও জানা গিয়েছে, বিস্ফোরণের জেরে এক জন শ্রমিককে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy