Advertisement
০৪ নভেম্বর ২০২৪

কল্পতরু মেলায় অশান্তি, অভিযুক্ত তৃণমূল নেতা

দুর্নীতির অভিযোগ ওঠায় মেলা আয়োজনের জন্য তৈরি হয়েছিল নতুন কমিটি। রাখা হয়েছিল ডিপিএলের আধিকারিকদের। কিন্তু মেলার দখল নিতে হুমকি দেওয়া ও বিশৃঙ্খলা তৈরির অভিযোগ উঠল তৃণমূলের কিছু নেতা-কর্মীর বিরুদ্ধে।

গ্যামন ব্রিজ মাঠে চলছে মেলা। নিজস্ব চিত্র।

গ্যামন ব্রিজ মাঠে চলছে মেলা। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৭ ০১:২৩
Share: Save:

দুর্নীতির অভিযোগ ওঠায় মেলা আয়োজনের জন্য তৈরি হয়েছিল নতুন কমিটি। রাখা হয়েছিল ডিপিএলের আধিকারিকদের। কিন্তু মেলার দখল নিতে হুমকি দেওয়া ও বিশৃঙ্খলা তৈরির অভিযোগ উঠল তৃণমূলের কিছু নেতা-কর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার দুর্গাপুরের মহকুমাশাসকের কাছে কল্পতরু মেলার দায়িত্বপ্রাপ্ত কমিটির তরফে লিখিত ভাবে এই অভিযোগ করলেন ডিপিএল অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অনুপ ঘোষাল। অভিযুক্ত নেতারা অবশ্য গোটা বিষয়টি অস্বীকার করেছেন।

৪৪ বছর ধরে শহরে ডিপিএলের গ্যামন ব্রিজ মাঠে চলে আসছে এই মেলা। গত কয়েক বছর আয়োজক কমিটিতে রয়েছেন তৃণমূল ও তার শ্রমিক সংগঠনের স্থানীয় নেতারা। গত দু’বছর মেলা পরিচালনায় দুর্নীতির অভিযোগ ওঠে। তখন কমিটির মাথায় ছিলেন শাসকদলের নেতা আলোময় ঘড়ুই ও বিজয় শ্রীবাস্তব। অনুপবাবু জানান, এ বার সুষ্ঠু ভাবে মেলা আয়োজনের জন্য তৃণমূলের দুর্গাপুর শিল্পাঞ্চল সভাপতি উত্তম মুখোপাধ্যায় পাঁচ জনের কোর কমিটি গড়ে দেন। ডিপিএলের আধিকারিক হিসেবে সেই কমিটিতে ছিলেন তিনিও।

অনুপবাবু অভিযোগ করেন, মেলার প্রস্তুতি যখন শেষ পর্যায়ে সেই সময়ে উত্তমবাবু কমিটির সদস্যদের ডেকে মেলা আয়োজনের ভার বিজয়বাবুর হাতে তুলে দিতে চান। তখন তৃণমূলের উচ্চ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা তাঁকেই মেলা আয়োজনের কাজ চালিয়ে যেতে বলেন। কিন্তু অনুপবাবুর অভিযোগ, ১ জানুয়ারি মেলা উদ্বোধনের দিন কিছু দুষ্কৃতী ঢুকে বিশৃঙ্খলা তৈরি করে। উত্তমবাবু-সহ তৃণমূলের নানা নেতার সামনেই ওই দুষ্কৃতীরা অশান্তি পাকায়।

সেখানেই শেষ নয়। অনুপবাবু অভিযোগ করেন, সোমবার আলোময়বাবু ও বিজয়বাবুর নেতৃত্বে এক দল লোক মেলা প্রাঙ্গণে এসে স্বেচ্ছাসেবীদের ব্যাচ, কুপন কেড়ে নেয় এবং মেলার আয়োজকদের হুমকি দেয়। তাঁর এবং মেলা কমিটির কোষাধ্যক্ষ কৌশিক বর্ধনের বাড়িতে গিয়েও কয়েক জন হুমকি দিয়েছে। এই পরিস্থিতিতে তাঁরা মেলা চালাতে রীতিমতো আতঙ্কে ভুগছেন বলে দাবি তাঁর।

আলোময়বাবু ও বিজয়বাবু অবশ্য বলেন, ‘‘সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করা হয়েছে। আমাদের দলকে কালিমালিপ্ত করতে এমন অভিযোগ তোলা হচ্ছে। উচ্চ নেতৃত্বকে জানাব।’’ উত্তমবাবুরও বক্তব্য, ‘‘যা অভিযোগ করা হয়েছে তা ঠিক নয়। কোনও বিশৃঙ্খলা হয়নি। মেলা ভাল ভাবেই চলছে।’’ যদিও তৃণমূলের রাজ্য কমিটির সদস্য তথা দুর্গাপুরের ডেপুটি মেয়র অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘দলের কেউ দুর্নীতিতে জড়িত থাকলে কড়া হাতে তা দমন করা হবে। উচ্চ নেতৃত্ব পুরো বিষয়টিই জানেন।’’ মহকুমাশাসক শঙ্খ সাঁতরা বলেন, ‘‘অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’’

অন্য বিষয়গুলি:

TMC Leader Mela
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE