বাড়ি ফাঁকা রেখে বাইরে পা দিলেই হানা দিচ্ছে চোরের দল। আর তা নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে এলাকায়। এমনই ছবি ধরা পড়েছে বর্ধমানে। শহর জুড়ে ধারাবাহিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।
রবিবারও বর্ধমানের একটি সরকারি আবাসনে চুরির ঘটনা ঘটে। সাধনপুর এলাকায় খোদ জেলাশাসকের বাংলোর পাশে একটি সরকারি আবাসনে চুরি হয়েছে বলে অভিযোগ। সরকারি আবাসনের এক দিকে জেলাশাসকের বাংলো এবং অন্য দিকে সার্কিট হাউস। এমন স্থানে দুষ্কৃতীরা কী ভাবে হানা দিল তা নিয়ে প্রশ্ন উঠেছে।
গত সাত দিনে বর্ধমান শহরের একটি আবাসনের তিনটি ফ্ল্যাট, একটি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়িতে হানা দিয়ে নগদ টাকা এবং সোনার গয়না চুরির পাশাপাশি শহরের জনবহুল এলাকা থেকে বাইক চুরির ঘটনাও প্রকাশ্যে এসেছে। বর্ধমানের তিনকোনিয়া বাসস্ট্যান্ড লাগোয়া ফ্যান্সি মার্কেট এলাকা থেকে বৃহস্পতিবার একটি বাইক চুরি হয়। শনিবারও ঘটে বাইক চুরির ঘটনা। সেই দৃশ্য ধরা পড়েছে ক্লোজড সার্কিট ক্যামেরায়।

সিসি ক্যামেরায় ধরা পড়েছে বাইক চুরির ছবি। নিজস্ব চিত্র।
কথায় বলে, চোরের দশ দিন, কিন্তু গৃহস্থের এক দিন। সেই ‘এক দিন’ কবে আসবে সেই প্রশ্নই তুলছেন বর্ধমান শহরের অনেকে।