চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চার মেরে দলকে জিতিয়েছিলেন রবীন্দ্র জাডেজা। পরের দিনই চলে গেলেন চেন্নাইয়ে। যোগ দিলেন চেন্নাই সুপার কিংসে। আইপিএল খেলার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন জাডেজা। দলের সমাজমাধ্যমে দেখা গেল তাঁর ‘পুষ্পা’ রূপ।
রবিবার দুবাইয়ে ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছিলেন জাডেজা। প্রতিযোগিতায় পাঁচটি উইকেটও নিয়েছিলেন তিনি। এ বার নীল জার্সি ছেড়ে জাডেজার গায়ে চেন্নাইয়ের হলুদ জার্সি। সোমবারই পৌঁছে গিয়েছেন চেন্নাইয়ে। মঙ্গলবার তাঁর একটি ভিডিয়ো পোস্ট করে সিএসকে। সেখানে তাঁর ‘পুষ্পা’ রূপ দেখা যায়।
তেলুগু অভিনেতা অল্লু অর্জুন অভিনীত ছবি ‘পুষ্পা’। সেখানে তিনি বিশেষ ভঙ্গিতে চলাফেরা করতেন। সেই সঙ্গে থুতনির নীচ দিয়ে হাত নিয়ে যাওয়ার তাঁর একটি কায়দা জনপ্রিয় হয়েছিল। সেটাই করলেন জাডেজা। সেই সঙ্গে ‘পুষ্পা’র ঢঙে তিনি বলেন, “জাড্ডু শুধু নাম নয়, জাড্ডু মানে ব্র্যান্ড।” যে ভিডিয়ো সমাজমাধ্যমে চেন্নাই ভক্তদের মন জয় করে নিয়েছে।
আরও পড়ুন:
পাঁচ বার আইপিএল জিতেছে চেন্নাই। ষষ্ঠ বার সেই ট্রফি জয়ের লক্ষ্যে নামবে তারা। দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে খেলবে চেন্নাই। এর আগে দলকে নেতৃত্ব দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। তিনি এ বারেও খেলবেন। জাডেজাকেও অধিনায়ক করেছিল চেন্নাই। কিন্তু তিনি দলকে সাফল্য এনে দিতে পারেননি। সেই কারণে তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। যদিও ক্রিকেটার হিসাবে দলের গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যায় জাডেজাকে।