প্রশাসন সেতু তৈরির ব্যাপারে আশ্বাস দেওয়ায় অবস্থান-বিক্ষোভ তুললেন গ্রামবাসীরা। রবিবার সন্ধ্যায় বাঁকুড়ার মহকুমাশাসক অসীমকুমার বালা ঘটনাস্থলে গিয়ে তাঁদের আশ্বাস দেন।
আসানসোলে দামোদর লাগোয়া বাঁকুড়া জেলার রাউতোড়া গ্রামের বাসিন্দারা গত মঙ্গলবার থেকে সেতুর দাবিতে নদীর পাড়ে অনশনে বসেন। তাঁদের দাবি, রাউতোড়া থেকে শালতোড়ার দূরত্ব প্রায় ২২ কিলোমিটার। বাঁকুড়া শহর প্রায় ৫২ কিলোমিটার দূরে। অথচ, সামনে রয়েছে বার্নপুর ও আসানসোল শহর। কিন্তু দামোদরে সেতু না থাকায় গ্রামবাসীরা সহজে এ দিকে আসতে পারেন না। বাসিন্দাদের অভিযোগ, বহু বছর ধরে তাঁরা সেতু তৈরির দাবি জানিয়েছেন। কিন্তু কোনও পক্ষই গুরুত্ব দেয়নি। তাই অনশনে বসেন।
রবিবার সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে মহকুমাশাসক আশ্বস্ত করেন, গ্রামবাসীদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিবেচনা করছেন। এর পরেই অনশন ওঠে। মহকুমাশাসক বলেন, ‘‘জেলাশাসকের নির্দেশে এখানে সেতু তৈরির প্রয়োজনীয়তা-সহ বিষদ রিপোর্ট তৈরি করে পাঠাচ্ছি।’’ তিনি জানান, সেতুটি তৈরি হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়ন হবে। রিপোর্টে এ সবের উল্লেখ করা হয়েছে বলে তিনি জানান।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy