ফেসবুকে ভুয়ো প্রোফাইল খুলে স্কুলছাত্রীর সঙ্গে আলাপ জমিয়ে তাকে নিগ্রহের অভিযোগে গ্রেফতার করা হল এক যুবক ও তার সঙ্গীকে। দুর্গাপুরে ছাত্রীর পরিবারের কাছে অভিযোগ শুনে ওই দুই যুবককে দলের কার্যালয়ে ধরে আনার ব্যবস্থা করেন স্থানীয় কাউন্সিলর। তার পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ জানায়, ধৃত শেখ জাহাঙ্গির ও তার সঙ্গী কুরবান কুরেশির বাড়ি ডিএসপি টাউনশিপের বি-জোনের ভারতী এলাকায়। জাহাঙ্গির ফেসবুকে ভুয়ো নামে একটি প্রোফাইল খুলেছিল। সেখানে সে নিজেকে দুর্গাপুরের এক বেসরকারি কলেজের ম্যানেজমেন্টের পড়ুয়া হিসেবে উল্লেখ করে। বন্ধুদের সঙ্গে নানা ছবিও আপলোড করে। তার বন্ধু-তালিকায় ৪২ জনের মধ্যে ৩৫ জনই স্কুল-কলেজের ছাত্রী। তাদেরই মধ্যে এক জন, দুর্গাপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের নবম শ্রেণির ছাত্রী জাহাঙ্গিরের বিরুদ্ধে অভিযোগ করে।
পুলিশের কাছে ওই ছাত্রীর পরিবার অভিযোগ করে, ফেসবুকে মেয়ের বন্ধুত্ব করার সময়ে জাহাঙ্গির জানিয়েছিল, তার বাবা প্রশাসনের এক জন ডেপুটি ম্যাজিস্ট্রেট। কিন্তু কিছু দিনের মধ্যেই ছাত্রীটির সন্দেহ হওয়ায় সে যুবককে এড়িয়ে চলতে শুরু করে। অভিযোগ, তার পর থেকেই ওই যুবক কখনও মোবাইলে ফোন করে, কখনও বন্ধুদের নিয়ে স্কুলের সামনে গিয়ে উত্ত্যক্ত করা শুরু করে।। এমনকী, শুক্রবার রাস্তা থেকে তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা এবং খুনের হুমকিও দেয় বলে অভিযোগ। এর পরেই বিষয়টি ছাত্রীর পরিবার স্থানীয় ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজীব ঘোষকে জানান।
কাউন্সিলর রাজীববাবু জানান, ফেসবুক প্রোফাইলে ওই যুবকের যে ছবি রয়েছে, তার সাহায্যে দলের কর্মীরা এলাকায় খোঁজ শুরু করে। সোমবার সকালে ভারতী এলাকা থেকে ওই কর্মীরা জাহাঙ্গির ও তার এক সঙ্গীকে দলীয় কার্যালয়ে নিয়ে আসে। ডাকা হয় ওই ছাত্রী ও তার পরিবারের লোকজনকে। ছাত্রীটি তাদের শনাক্ত করার পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ দু’জনকে থানায় নিয়ে যায়। পরে ছাত্রীর পরিবারের তরফে অভিযোগ করার পরে তাদের গ্রেফতার করা হয়। ছাত্রীটির অভিযোগ, ওই যুবকের সঙ্গে আরও দু’জন ছিল। পুলিশ জানায়, ধৃতদের আজ, মঙ্গলবার আদালতে তেলা হবে। বাকি দু’জনের খোঁজ চলছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy