Advertisement
০৫ নভেম্বর ২০২৪

এ বার রাখিতে ‘ব্র্যান্ড’ কালনা

প্রশাসন সূত্রে জানা যায়, ডিজাইন সেন্টার, কমন ফেসিলিটি সেন্টার, প্রশিক্ষণ, যন্ত্রাংশ-সহ ক্লাস্টার তৈরির জন্য ৯৫ লাখ টাকা বরাদ্দ করা হয়েছিল। ইতিমধ্যেই সেখানে উন্নত প্রযুক্তিতে রাখি তৈরির প্রশিক্ষণ দেওয়াও শুরু হয়ে গিয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

নিজস্ব সংবাদদাতা
কালনা শেষ আপডেট: ২৫ জুন ২০১৭ ১২:৩০
Share: Save:

এত দিন দেশের নানা প্রান্তে নাম কুড়িয়েছে কালনার তৈরি রাখি। এ বার সেই রাখিই দেশ-বিদেশে যাবে ‘কালনা ব্রান্ড’-র ছাতার তলায়। শনিবার কালনা শহরের শ্যামগঞ্জপাড়ায় রাখি ক্লাস্টারেরও উদ্বোধন করে এমনটাই ঘোষণা করেছেন মন্ত্রী স্বপন দেবনাথ।

রাখি শিল্পীরা জানান, বছরভর তাঁদের তৈরি রাখি বিভিন্ন জেলা তো বটেই, দেশের নানা রাজ্যে বিক্রি করে এলাকার দু’টি সংস্থা। কিন্তু মজুরি মেলে নামমাত্র। এই সমস্যার সমাধানে বছর দেড়েক আগে ক্লাস্টার তৈরিতে উদ্যোগী হয় প্রশাসন। সে বিষয়ে নিজেদের পরিকল্পনা জমা দিয়েছিল কালনা উইভার্স অ্যান্ড আর্টিজেন ওয়েলফেয়ার সোসাইটি।

প্রশাসন সূত্রে জানা যায়, ডিজাইন সেন্টার, কমন ফেসিলিটি সেন্টার, প্রশিক্ষণ, যন্ত্রাংশ-সহ ক্লাস্টার তৈরির জন্য ৯৫ লাখ টাকা বরাদ্দ করা হয়েছিল। ইতিমধ্যেই সেখানে উন্নত প্রযুক্তিতে রাখি তৈরির প্রশিক্ষণ দেওয়াও শুরু হয়ে গিয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

এ দিন মন্ত্রী স্বপনবাবু জানান, এলাকার মোট ২৬০ জন শিল্পীকে কয়েক দফায় প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন শিল্পীরা ফি দিন ১৫০ টাকা করে ভাতা পাবেন। শুধু তাই নয়, ক্লাস্টারের শিল্পীদের তৈরি চারটি মডেলের এক লাখ করে মোট চার লাখ রাখি রাজ্য সরকারের যুবকল্যাণ দফতর কিনবে বলেও জানিয়েছেন মন্ত্রী। ভাল সাড়া মিললে পরের বছরে বরাদ্দ চার লাখ থেকে বেড়ে ছ’লাখও হতে পারে।

কালনা উইভার্স অ্যান্ড আর্টিজেন ওয়েলফেয়ার সোসাইটির তরফে তপন মোদক বলেন ‘‘বিপণিতে আরও সাফল্য পেতে আমরা এ দিন রাখির ‘কালনা ব্র্যান্ডে’রও উদ্বোধন করেছি।’’

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যদের মধ্যে ছিলেন পুরপ্রধান দেবপ্রসাদ বাগ, বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু প্রমুখ।

অন্য বিষয়গুলি:

Raksha Bandhan 2017 Rakhi Export রাখি
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE