Advertisement
০১ অক্টোবর ২০২৪

তল্লাশির নামে হয়রানির নালিশ, বিক্ষোভ নাদনঘাটে

স্থানীয় নানা সূত্রের দাবি, নাদনঘাট পঞ্চায়েতের অর্জুনপুকুর এলাকায় শাসকদলের দু’টি গোষ্ঠী রয়েছে। সেই দু’টি গোষ্ঠীর মধ্যে রেষারেষি চরমে উঠেছে। শুক্রবার একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সংঘর্ষে জড়িয়ে পড়েন দু’পক্ষের লোকজন।

নবদ্বীপ–বর্ধমান রোড অবরোধ। রবিবার। নিজস্ব চিত্র

নবদ্বীপ–বর্ধমান রোড অবরোধ। রবিবার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
পূর্বস্থলী শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৯ ০৭:২০
Share: Save:

পুলিশ প্রকৃত দোষীদের গ্রেফতার করছে না। উল্টে, অভিযানের নামে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে, এমন অভিযোগ তুলে রবিবার সকাল ৮টা থেকে ঘণ্টা তিনেক ধরে পথ অবরোধ চলল নাদনঘাটে।

স্থানীয় নানা সূত্রের দাবি, নাদনঘাট পঞ্চায়েতের অর্জুনপুকুর এলাকায় শাসকদলের দু’টি গোষ্ঠী রয়েছে। সেই দু’টি গোষ্ঠীর মধ্যে রেষারেষি চরমে উঠেছে। শুক্রবার একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সংঘর্ষে জড়িয়ে পড়েন দু’পক্ষের লোকজন। এলাকায় বোমাবাজি হয়। ওই ঘটনায় কোনও পক্ষ থানায় অভিযোগ না করলেও পুলিশ একটি মামলা দায়ের করে। সেই মামলায় ৩৬ জনকে অভিযুক্ত করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, দুই গোষ্ঠীর মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ওই ঘটনার পর থেকে এলাকায় পুলিশি টহল বেড়ে যায়। অনেক নিরীহ মানুষের বাড়িতেও তল্লাশি চালানো হয়। পুলিশের বারবার হানায় ভয় পেয়ে এলাকাছাড়া হয়েছেন অনেকে। এরই প্রতিবাদে এ দিন সকালে এলাকার কিছু বাসিন্দা নবদ্বীপ–বর্ধমান রোড অবরোধে করেন। তাঁদের দাবি, সাধারণ মানুষকে হয়রানি বন্ধ করতে হবে। সকাল সাড়ে ১০টা নাগাদ অবরোধকারীদের সঙ্গে পুলিশের আলোচনা শুরু হয়। তার পরে অবরোধ উঠে যায়।

অবরোধে যোগ দেওয়া মহিবুল শেখের বক্তব্য, ‘‘পুলিশ প্রকৃত দোষীদের গ্রেফতার করলে কোনও আপত্তি নেই। অভিযানের নামে আতঙ্ক ছড়ানো যাতে না হয়, সে জন্যই অবরোধ করা হয়েছে। পুলিশ আশ্বাস দিয়েছে, সাধারণ মানুষকে কোনও হয়রানি করবে না।’’

পুলিশের অবশ্য দাবি, প্রকৃত দোষীদেরই গ্রেফতার করা হয়েছে। সাধারণ মানুষ যাতে শান্তিতে বাস করতে পারেন, সে জন্যই আরও কয়েকজনকে গ্রেফতার করার চেষ্টা চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Agitation Police Harassment
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE