Advertisement
২৪ নভেম্বর ২০২৪

অনেক রাস্তায় এখনও বসেনি এলইডি আলো, ক্ষোভ শহরে

ঢাকঢোল পিটিয়ে শহরের সব রাস্তায় এলইডি আলো বসানোর পরিকল্পনার কথা বছরখানেক আগে ঘোষণা করেছিল দুর্গাপুর পুরসভা। কিন্তু বহু জায়গাতেই এখনও তা লাগানো হয়নি।

দুর্গাপুরের সিটি সেন্টারে অন্ধকার এক রাস্তা। নিজস্ব চিত্র।

দুর্গাপুরের সিটি সেন্টারে অন্ধকার এক রাস্তা। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৬ ০২:০৫
Share: Save:

ঢাকঢোল পিটিয়ে শহরের সব রাস্তায় এলইডি আলো বসানোর পরিকল্পনার কথা বছরখানেক আগে ঘোষণা করেছিল দুর্গাপুর পুরসভা। কিন্তু বহু জায়গাতেই এখনও তা লাগানো হয়নি। কোথাও পুরনো হলুদ আলোই অন্ধকার ঘোচাচ্ছে। কোথাও বা সেই আলোও নষ্ট হয়ে যাওয়ায় সন্ধ্যার পরে আশপাশ ডুবে যাচ্ছে আঁধারে।

বিদ্যুতের বিল বাঁচাতে এবং রাস্তার ধারের আলো জ্বালানোর ব্যবস্থাটিকে আধুনিক করে গড়ে তুলতে পুর এলাকার রাস্তার ধারের প্রচলিত আলো বদলে এলইডি আলো লাগানোর সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। সে জন্য বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে। সেই সংস্থাই এখনকার আলো পাল্টে নতুন এলইডি আলো লাগাচ্ছে। শুধু তাই নয়, কোনও আলো নষ্ট হয়ে গেলে তা বদলে দেওয়ার দায়িত্বও সেই সংস্থার। পুরো ব্যবস্থাটি আধুনিক করে গড়ে তোলা হয়েছে। কোথাও কোনও আলো নষ্ট হলে বা না জ্বললে তা ঘরে বসেই জানার ব্যবস্থা রয়েছে। ফলে, দ্রুত তা বদলে দেওয়া যাচ্ছে। পাশাপাশি রাস্তায় আলোর তীব্রতা আগের থেকে বেড়েছে অনেকখানি। তাছাড়া হলুদ আলো গাড়ি-মোটরবাইকের চালকদের চোখে লাগত। এখন সাদা আলোয় রাস্তাঘাট ভাল দেখা যাচ্ছে বলে জানাচ্ছেন তাঁরা।

শহরের বড় রাস্তাগুলিতে এলইডি আলো লাগানোর প্রক্রিয়া প্রায় শেষ ঠিকই। কিন্তু সামান্য ভিতরে বহু জায়গাতেই তা হয়নি এখনও। এমএএমসি কলোনির বাসিন্দাদের রাস্তার আলো নিয়ে দীর্ঘদিনের অভিযোগ। মান্ধাতা আমলের আলো, নষ্ট হয়ে গেলে তা সারানোর উদ্যোগও হয় না বলে অভিযোগ। একই অভিযোগ ডিভিসি মোড়, নবীনপল্লি, গণতন্ত্র কলোনি, সুভাষপল্লি, বিওজিএল বস্তি, ভগৎ পল্লি, আম্বেদকর কলোনি, বিধানপল্লি, অরবিন্দপল্লি, উত্তরপল্লি, বিদ্যাসাগর পল্লি, বিবেকানন্দ পল্লি, মহালক্ষ্মী পার্ক ইত্যাদি এলাকার বাসিন্দাদের। সিটি সেন্টারের বহু রাস্তাতেও এখনও এই আলো লাগানো হয়নি বলে বাসিন্দাদের অভিযোগ।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, ধাপে-ধাপে শহরের সর্বত্র এলইডি আলো লাগানো হবে। সব পুরনো আলো বদলে ফেলা হলে পুরসভারই লাভ। ইতিমধ্যে বহু টাকা বিদ্যুৎ বিল সাশ্রয় হচ্ছে। পুর কর্তৃপক্ষ জানান, নতুন করে আরও ১৩ হাজার এলইডি আলো লাগানোর জন্য পদ্ধতিগত প্রক্রিয়া শুরু হয়েছে। তা সম্পন্ন হলেই খুঁটি থেকে পুরনো আলো সরিয়ে এলইডি আলো লাগানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

অন্য বিষয়গুলি:

Dark road No LED agitation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy