Advertisement
৩০ অক্টোবর ২০২৪

উন্নত হবে জেল, আশ্বাস মন্ত্রীর

রাজ্যে সব জেলের পরিকাঠামো উন্নত করবে রাজ্য। বাঁকুড়ার খাতড়ায় একটি উপ-সংশোধনাগার গড়া হবে। দুর্গাপুরে মহিলা বন্দিদের জন্য সেল গড়ার ভাবনাও চলছে বলে মঙ্গলবার দুর্গাপুরে জানান কারা দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

দুর্গাপুরে মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।—নিজস্ব চিত্র।

দুর্গাপুরে মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৬ ০২:৪০
Share: Save:

দুর্গাপুরে মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।—নিজস্ব চিত্র।

রাজ্যে সব জেলের পরিকাঠামো উন্নত করবে রাজ্য। বাঁকুড়ার খাতড়ায় একটি উপ-সংশোধনাগার গড়া হবে। দুর্গাপুরে মহিলা বন্দিদের জন্য সেল গড়ার ভাবনাও চলছে বলে মঙ্গলবার দুর্গাপুরে জানান কারা দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

এ দিন দুর্গাপুরে মন্ত্রী এবং এডিজে (কারা) অরুণকুমার গুপ্ত ছয় জেলার কারা দফতরের কর্তাদের সঙ্গে বৈঠক করেন। মন্ত্রী জানান, জেলা ভাগের কথা ভেবে আসানসোল-দুর্গাপুর ও ঝাড়গ্রামের কারা দফতর ঢেলে সাজবে। জেলগুলিরও সংস্কার হবে। এ দিন দুর্গাপুরের সংশোধনাগার পরিদর্শনের সময়ে ছাদের পলেস্তরা খসে পড়ার দিকে নজর যায় মন্ত্রীর। পূর্ত দফতরের আধিকারিককে দ্রুত মেরামতির নির্দেশ দেন। মন্ত্রী জানান, বন্দিদের খাওয়াদাওয়া-সহ নানা সুযোগ-সুবিধা কী ভাবে আরও ভাল করা যায়, তা খতিয়ে দেখা হবে। মন্ত্রী দুর্গাপুরের মুক্ত সংশোধনাগারও পরিদর্শন করেন। কথা বলেন বন্দিদের সঙ্গে।

মন্ত্রী এ দিন আরও জানান, সাজাপ্রাপ্ত বন্দিদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে পোশাক বানিয়ে তা বিক্রি করে আয়ের ব্যবস্থা করবে সরকার। কারা দফতর সূত্রে জানা গিয়েছে, বন্দিদের পক্ষে পোশাক তৈরির কাঁচামাল জোগাড় বা বাজারের সমস্যা রয়েছে। সে কথা মাথায় রেখে প্রাথমিক ভাবে সরকারি স্কুল, রক্ষীবাহিনীর পোশাক তৈরিতে তাঁদের কাজে লাগানোর ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কাঁচামালের জোগান দেবে সরকার। তৈরি পোশাক কিনেও নেবে। আয় হবে বন্দিদের।

অন্য বিষয়গুলি:

correctional centre Rajib Bandyopadhyay
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE