Advertisement
০৩ নভেম্বর ২০২৪

রাজ্য ভলিবলে অবশেষে দুর্গাপুরের দল

রাজ্য স্তরে আন্তঃমহকুমা লিগ আয়োজন হচ্ছে অনেক বছর ধরেই। কিন্তু দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা সেই লিগে দল পাঠাতে পারেনি কোনও বছর। অবশেষে এ বার অনূর্ধ্ব ১৪ দল তৈরি করে সেই লিগে পাঠানো হচ্ছে।

অপেক্ষা: এমন দৃশ্য আরও দেখা যাবে শহরে, আশায় ক্রীড়া সংস্থার কর্তারা। ফাইল চিত্র

অপেক্ষা: এমন দৃশ্য আরও দেখা যাবে শহরে, আশায় ক্রীড়া সংস্থার কর্তারা। ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৭ ০২:০৫
Share: Save:

রাজ্য স্তরে আন্তঃমহকুমা লিগ আয়োজন হচ্ছে অনেক বছর ধরেই। কিন্তু দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা সেই লিগে দল পাঠাতে পারেনি কোনও বছর। অবশেষে এ বার অনূর্ধ্ব ১৪ দল তৈরি করে সেই লিগে পাঠানো হচ্ছে। ক্রীড়া সংস্থা সূত্রে জানা গিয়েছে, আর্থিক সমস্যা-সহ নানা কারণে এত বছর দল তৈরি করা যায়নি। এ বার বেশ কিছু খেলোয়াড়ের অভিভাবকেরা এগিয়ে আসায় কলকাতার লিগে খেলার আশা পূরণ হতে চলেছে।

ক্রীড়া সংস্থার নিজস্ব কোনও ভলিবল দল ছিল না আগে। তাই এলাকার খেলোয়াড়েরা জেলা দলে সুযোগ পেলেই নানা প্রতিযোগিতায় খেলতে পারতেন। কিন্তু খুব বেশি খেলোয়াড় সেই সুযোগ পেতেন না। সে কারণে বেশ কয়েক দিন ধরেই একটি ভলিবল দল তৈরির পরিকল্পনা করছিলেন ক্রীড়া সংস্থার কর্তারা। কিন্তু তাঁরা জানান, সেই রকম পরিকাঠামো তাঁদের হাতে ছিল না। তাই কিছু করতে পারছিলেন না তাঁরা।

ক্রীড়া সংস্থার ভলিবলের সম্পাদক রতন কর্মকার জানান, সমস্যা দূর করতে প্রথমে তাঁরা বিভিন্ন ক্লাবের সঙ্গে কথা বলেন। সেখানে কলকাতা লিগে খেলার ভাবনার কথা জানানো হয়। ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত কয়েকটি ক্লাবের ভলিবলের দল রয়েছে। সেখানে অনূর্ধ্ব ১৪ খেলোয়াড়েরাও রয়েছে। তাদের সঙ্গে নিয়েই প্রথমে দল নির্বাচন করা হয়। কিন্তু লিগে খেলতে যাওয়ার খরচ একটা মাথাব্যথার বিষয়। ক্রীড়া সংস্থা সূত্রে জানা গিয়েছে, বহু খেলোয়াড়ের অভিভাবকেরা এ বিষয়ে সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। তাঁরা যাওয়া-আসা, খাবার খরচ-সহ নানা খরচের জন্য সাহায্য করবেন।

আপাতত অনূর্ধ্ব ১৪ ভলিবল দল নিয়ে কলকাতা লিগে খেলতে যাওয়ার প্রস্তুতি সারছে মহকুমা ক্রীড়া সংস্থা। সংস্থার সাধারণ সম্পাদক তাপস সরকার জানান, সাব-জুনিয়র খেলোয়াড়েরা খেলতে গেলে দুর্গাপুরে ভলিবলের প্রতি মানুষের আগ্রহ বাড়বে। অনেক অভিভাবকই তাঁদের ছেলেমেয়েদের ভলিবল খেলতে পাঠাবেন বলে তাঁদের আশা।

অন্য বিষয়গুলি:

Volleyball
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE