গভীর রাতে জোর করে ঘরে ঢুকে মহিলাকে মারধর ও তাঁর শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ। ধৃতের নাম মোল্লা জিসানুর হোসেন ওরফে জিসান। বর্ধমান থানার সাহাচেতন এলাকায় তাঁর বাড়ি। রবিবার সকালে বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, বর্ধমান থানার নতুনগ্রামে ওই মহিলার বাড়ি। তাঁর স্বামী কর্মসূত্রে হায়দরাবাদে থাকেন। বুধবার রাত ১টা নাগাদ ঘটনাটি ঘটে। ঘটনার দিন মহিলার স্বামী বাইরে ছিলেন। মহিলা ঘরে তাঁর ছোট মেয়েকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। সেই সময় জোর করে জিসান ঘরে ঢুকে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। মহিলা তাতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মহিলাকে অভিযুক্ত মারধর করেন। এমনকি তাঁর শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ। মহিলার চিৎকার শুনে আশপাশের লোকজন এলে জিসান সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। শনিবার মহিলার স্বামী ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
ধৃতকে রবিবারই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ম্যাজিস্ট্রেট আদালতে বিচার্য ধারায় মামলা রুজু হওয়ায় ধৃতকে অযথা আটকে রাখার প্রয়োজন নেই বলে মন্তব্য করে সপ্তাহে এক দিন তদন্তকারী অফিসারের কাছে হাজিরার শর্তে তাঁর জামিন মঞ্জুর করেন সিজেএম।