গত পাঁচ বছরে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় এবং আন্তর্জাতিক মানের প্রায় এক ডজন গবেষণামূলক গ্রন্থ প্রকাশিত হয়েছে। এ ছাড়া ‘বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়’-এর সঙ্গে যৌথ ভাবে ‘নজরুল জার্নাল এক’ ও ‘নজরুল জার্নাল দুই’ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়। ‘নজরুল সেন্টার ফর সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ়’-এর ডেপুটি ডিরেক্টর সোমনাথ মুখোপাধ্যায় জানান, ‘নজরুল জার্নাল তিন’ প্রকাশের কাজও চূড়ান্ত পর্যায়ে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, গবেষণামূলক লেখার মধ্যে উল্লেখযোগ্য সাংবাদিক অর্ক দেবের ‘কাজী নজরুল ইসলাম জার্নালিজম: এ ক্রিটিক’, রাধা চক্রবর্তীর ‘সিলেক্টেড এসএ কাজী নজরুল ইসলাম’ (কবির লেখা বিভিন্ন প্রবন্ধের ইংরাজি অনুবাদ)। কবির ছোটগল্পের (কালেক্টেড শর্ট স্টোরিজ় অব কাজী নজরুল ইসলাম) ইংরাজি অনুবাদ করেছেন বাংলাদেশের অধ্যাপক মঞ্জুরুল ইসলাম এবং দার্জিলিংয়ের সাউথ ফিল্ড কলেজের শিক্ষক কৌস্তভ চক্রবর্তী। সুমিতা চক্রবর্তী সম্পাদিত কল্যাণী কাজীর স্মৃতিফলকে নজরুল পরিবার, এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উদ্যোগে আঠাশ জন জাতীয় এবং আন্তর্জাতিক নজরুল বিশেষজ্ঞের লেখা নিয়ে ‘১২৫ এ নজরুল স্মরণিকা’ প্রকাশিত হয়েছে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুপূর গঙ্গোপাধ্যায় এবং সঙ্গীতশিল্পী দেবজিৎ বন্দ্যোপাধ্যায়ের লেখা গবেষণামূলক গ্রন্থও প্রকাশের অপেক্ষায়।
ডেপুটি ডিরেক্টর জানান, তাঁদের লক্ষ্য গবেষণামূলক পুস্তক প্রকাশের পাশাপাশি নজরুল সংক্রান্ত পুরনো নথি, তথ্য যা বিভিন্ন দিকে বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে আছে, তা একত্রিত করার পরে নিজস্ব আর্কাইভে সংরক্ষিত করে আধুনিক প্রযুক্তির মাধ্যমে নজরুলকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া। তিনি বলেন, ‘‘গবেষণামূলক গ্রন্থে নজরুলপ্রেমী এবং গবেষকরা উপকৃত হবেন।’’ এমন কর্মযজ্ঞে নজরুল নিয়ে চর্চা এবং গবেষণা আরও অনেক বেড়ে যাবে বলে আশাবাদী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)