Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Soumitra Khan

সাইকেলের বদলে স্কুটি পাবে স্কুলছাত্রীরা, প্রতিশ্রুতি বিজেপি সাংসদ সৌমিত্র খানের

বিধানসভা ভোটে বিজেপি জিতলে প্রতি বাড়িতে চাকরির সংস্থান করার প্রতিশ্রুতিও দেন বিজেপি সাংসদ।

খণ্ডঘোষের সভায় সৌমিত্র খান।

খণ্ডঘোষের সভায় সৌমিত্র খান। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
খণ্ডঘোষ শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২১ ২১:৫৮
Share: Save:

বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খানের সাইকেলে না-পসন্দ। তাঁর ঘোষণা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজসাথী প্রকল্পের সাইকেলের পরিবর্তে পড়ুয়াদের দেওয়া হবে স্কুটি। বিধানসভা ভোটে বিজেপি জিতলে প্রতি বাড়িতে চাকরির সংস্থান করার প্রতিশ্রুতিও দেন তিনি।

রাজ্য বিজেপির যুবমোর্চার সভাপতি সৌমিত্র বুধবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে বলেন, ‘‘বিধানসভা নির্বাচনে জিতে রাজ্যে ক্ষমতায় এলে সাইকেলের পরিবর্তে প্রত্যেককে স্কুটি দেওয়া হবে।’’ সাইকেলের পরিবর্তে স্কুটি দেওয়ার প্রতিশ্রুতি প্রসঙ্গে রাজ্য তৃণমূলের মুখপাত্র দেবু টুডু বলেন, ‘‘এতেই বোঝা যাচ্ছে বিজেপি বুঝে গিয়েছে, বাংলা দখল এতো সোজা নয়। তাই উল্টোপাল্টা বকছে। দেশের মানুষকে কত দিয়েছে, তা সকলেই জানে।’’

খণ্ডঘোষ ব্লক তৃণমূল সভাপতি অপার্থিব ইসলাম বলেন, ‘‘আজ বিজেপির সভায় লোক হয়নি। তাই যা খুশি বলে চমক দিচ্ছে। এখানে বিজেপির কোনও স্থান নেই। লোকসভা ভোটে সৌমিত্রকে খণ্ডঘোষের মানুষ ডজন গোল দিয়েছে।’’

বুধবার খণ্ডঘোষের বেড়ুগ্রামের সভায় বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলকেও এক হাত নেন সৌমিত্র। ‘ঠেঙ্গিয়ে পগার পার’ মন্তব্য প্রসঙ্গে বলেন, ‘‘বিজেপিকে ঠেঙ্গিয়ে পগার পার করার আগে উনিই চলে যাবেন রাজনীতি থেকে।’’

অভিনেত্রী সায়নী ঘোষকেও একহাত নেন সৌমিত্র। বলেন, ‘‘দেবী সরস্বতীকে যৌনকর্মী বলেছেন সায়নী ঘোষ। আমরা মনে করি, শিবলিঙ্গকে যারা অপমান করে, যারা মা মনসাকে অপমান করে, তারাই আসলে যৌনকর্মী।’’ সেই সঙ্গে তৃণমূলকে খোঁচা দিয়ে তাঁর মন্তব্য, ‘‘জোড়া ফুলের একটি ফুল হল অভিষেক আর অন্যটি ফিরহাদ হাকিম।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE